সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
মো. নাজমুল হক, পাবনা প্রতিনিধি,কালের খবর : পাবনা-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের গণসংযোগে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
আজ (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ মোরে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন, আহত হাবিবুরকে উদ্ধার করা হয়েছে। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন জানান, এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে।