রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি, কালের খবর :
পাবনায় সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলায় শহরের শিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিদক সেন্টারের স্বত্বাধিকারী আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার কালের খবরকে বলেন, বুধবার দুপুরে আবুল হোসেনকে তার কর্মস্থল শিমলা ডায়াগনোস্টিক অ্যান্ড হসপিটাল থেকে গ্রেপ্তার করা হয়।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উবায়দুল হক কালের খবরকে বলেন, নদী হত্যাকাণ্ডের ঘটনায় দুপুরে তাঁর মা মর্জিনা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ মোট ৬-৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দাায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে।