রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
নবীনগর থেকে মো: কবির হোসেন, কালের খবর :
————————————————————————দীর্ঘ দিনের প্রণয়, অতঃপর পরিনয়।পাঁচ বছরের সংসার জীবনের ফসল এক কন্যা সন্তান।তবুও সামান্য মান-অভিমানে কথাকাটাকাটির জের ধরে দীর্ঘ দিনের প্রেম সংসার সব তুচ্ছ করে খোদ স্বামীর গলায় ছুড়ি চালিয়ে দিলো সহধর্মিণী স্ত্রী!
চাঞ্চল্যকর এই ঘটনাটি ব্রাক্ষনবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে।
বিটঘর মধ্যপাড়া ফুল মিয়ার মেয়ে জেসমিন আক্তার ভালোবেসে পাঁচ বছর অাগে বিয়ে করেছিলেন একই গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩৫) কে।
গতকাল ২৭/৭ শুক্রবার রাতে স্বামী স্ত্রী মধ্যে সংসারের বিষয়ে সামান্য বাদানুবাদ ঘটে। এরই জের ধরে মধ্যরাতে ঘুমন্তবস্থায় জেসমিন অাক্তার স্বামীর গলায় ছুড়ি চালিয়ে দেয়।
ঘটনার অাকষ্মিকতায় হতভম্ভ হয়ে চিৎকার চেচাঁমেচি শুরু করে বিল্লাল।প্রতিবেশিগন অার্তচিৎকার শুনে ঘরের ভেতর মুমূর্ষু অবস্থায় বিল্লাল কে উদ্ধার করে।এ সময় পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় স্ত্রী।
রাতেই গুরুত্বর অাহত বিল্লাল মিয়াকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।৫নং ওয়ার্ডের মেম্বার মেহেদী জাফর দস্তাগীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান-
বিল্লালের স্বজনেরা ফোনে বিষয়টি অামাকে অবগত করলে অামি সাথে সাথেই ঘটনাস্থলে ছুঁটে অাসি।এসে জানতে পারি সন্ধ্যায় সামান্য কথাকাটাকাটির জের ধরে মধ্যরাতে
বিল্লাল কে ঘুমন্তবস্থায় ছুড়িকাঘাতে হত্যাচেষ্টা করে স্ত্রী জেসমিন অাক্তার।
ঘটনার পর প্রধান দরজা ও বাড়ির গেইটে তালা লাগিয়ে বিদ্যুতের মেইন সুইচ অফ করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় সে।অামি এলাকাবাসি ও তার স্বজনদের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি।