রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
গোপালগঞ্জ থেকে নাইমুল ইসলাম নাইম, কালের খবর : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনাটিয়া গ্রামের সোনাটিয়া জামে মসজিদের ইমাম সাহেবের টাকা ও মোবাইল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
জানা যায়, গত ৯/৬/১৮ ইং শনিবার দিন গত রাতে ইমাম সাহেব মাওলানা তরিকুল ইসলাম তার রুম তালা দিয়ে তারাবির নামাযের উদ্দ্যেশে চলে যান মসজিদে । এই সুযোগে সোনাটিয়া একই গ্রামের তিন যুবক ইমামের রুমের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ইমাম সাহেবের রুমে রাখা ১৪,০০০ চৌদ্দ হাজার টাকা ও একটি এ্যান্ডুয়েট মোবাইল চুরি করে। মোবাইলের ভিতরের সিমটিতে বিকাশে টাকা ও ছিলো । যুবক তিন জন হলো সোনাটিয়া গ্রামের হাবি শেখের ছেলে মুন্না শেখ (১৯),ফুল মিয়া শেখের ছেলে রাজু শেখ (১৮),মনির তাজের ছেলে নাইম তাজ (১৯)।এলাকাবাসীর কাছ থেকে গোপন সূত্রে জানা যায় মুন্না শেখ পূর্বে অনেক অশ্লীল ও বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।