সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদক : যশোরের বেনাপোল সীমান্তবর্তী সাদিপুর পাকা রাস্তা থেকে ৩০ লাখ ৪৭ হাজার হুন্ডির টাকাসহ মোস্তাব আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করে বিজিবি সদস্যরা। আটক মোস্তাব আলী বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের তোরাব আলীর ছেলে।
৪৯ বিজিবি বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদে বিজিবির একটি দল অভিযান চালিয়ে সাদিপুর সড়ক থেকে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে এবং হাতে থাকা ব্যাগের মধ্যে থেকে ৩০ লাখ ৪৭ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, টাকাসহ মোস্তাব আলীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।