রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কিউয়েসা) কর্তৃক আয়োজিত অর্থনীতির অভিবাসন ও দক্ষ জনশক্তি বাংলাদেশ প্রসঙ্গ শীর্ষক এক সেমিনার। কালের খবর পিএইচডি ডিগ্রী অর্জন করলেন আরিফুর রহমান। কালের খবর কক্সবাজারের শাপলাপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাসে থাকা ০২ জন গ্রেফতার। কালের খবর মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন। কালের খবর কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতির ভাইয়ের উপর ‍স্থানীয় সন্ত্রাসীদের বর্বরচিত হামলা। কালের খবর নলডাঙ্গায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ীতে ডাকাতি। কালের খবর রায়পুরায় মানসিক প্রতিবন্ধী নিখোঁজ। কালের খবর মাটিরাঙায় বিজিবির অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জমাদ্দার মিলনের পিতার ইন্তেকাল। কালের খবর মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ। কালের খবর
মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর

মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর

 

খাগড়াছড়িপ্রতিনিধি, মোঃ নিজাম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া, দৈনিক কালের খবর : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ক্ষুদে ফুটবলারদের প্রতিদ্বন্ধীতাপুর্ণ ম্যাচে উপজেলার ভবানী চরন রোয়াজাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করেছে। টুর্নামেন্টে জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেংখুং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ক্ষুদে ফুটবলারদের ক্রীড়া নৈপুন্য উপভোগ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

এসময় মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, সহকারী শিক্ষা অফিসার অনুপম শীল, অংহ্লা মারমা, মো. সাইফুল ইসলাম, রিসোর্স ইনস্ট্রাক্টর আসগর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার ও পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন ছাড়াও , বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের প্রথম খেলায় প্রাথমিক ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) ভবানী চরন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলায় দ্বিতীয়র্ধে ১-০ গোলে জয় পায় ভবানী চরন রোয়াজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

টুর্নামেন্টের দ্বিতীয় খেলা বালক পর্যায়ে মুখোমুখি হয় আমতলী সরকারি প্রাথমিক ও রেংখুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ খেলার দ্বিতীয়র্ধের শেষ পর্যায়ে ১-০ গোলে এগিয়ে যায় আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টে পাওয়া একাধিক সুযোগকে কাজে লাগাতে পারেনি রেংখুম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা।

পুরস্কার বিতরণ শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন ছোট্ট ছোট্ট পায়ে ফুটবল যাদু একদিন দেশব্যাপী বিস্ময় সৃষ্টি করবে। এসব ক্ষুদে প্রতিভাদের যত্ন করতে হবে। লেখাড়পার পাশাপাশি তাদেরকে মাঠের অনুশীলনেও এগিয়ে রাখতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com