শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে সাংবাদিককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে বেধরক পেটালো সন্ত্রাসীরা। কালের খবর মুরাদনগর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। কালের খবর ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে অটোরিকশা মালিক সমিতির নেতা নিহত। কালের খবর বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা: প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস। কালের খবর সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি : কাদের গনি চৌধুরী। কালের খবর ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে : সড়ক উপদেষ্টা। কালের খবর সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ময়মনসিংহ জেলায়। কালের খবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কিউয়েসা) কর্তৃক আয়োজিত অর্থনীতির অভিবাসন ও দক্ষ জনশক্তি বাংলাদেশ প্রসঙ্গ শীর্ষক এক সেমিনার। কালের খবর পিএইচডি ডিগ্রী অর্জন করলেন আরিফুর রহমান। কালের খবর কক্সবাজারের শাপলাপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাসে থাকা ০২ জন গ্রেফতার। কালের খবর
মাটিরাঙ্গায় ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। কালের খবর

মাটিরাঙ্গায় ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, মোঃ নিজাম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া : বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্ট। ‘মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশন’ এ টর্নামেন্টের আয়োজন করে।

রোববার (৮ ডিসেম্বর) বিকালে মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান।

এসময় মেজর শাহরিয়ার, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার ও মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক মো. গিয়াস উদ্দিন ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

যুবক ও কিশোরদের মাঠে ফেরানোর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মানে সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ভুমিকা রাখবে। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবেনা।

জেলা ও উপজেলার ১২ টি দল অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিয়াবাঁশি ফুটবল একতা’র মুখোমুখি হয় হাতিয়াপাড়া যুব উন্নয়ন ক্লাব। প্রতিদ্বন্ধিতাপুর্ণ খেলায় গোল শুন্য ড্র করে প্রতিদ্বন্ধী বিয়াবাঁশি ফুটবল একতা ও হাতিয়া পাড়া যুব উন্নয়ন ক্লাব। টুর্নামেন্টের প্রথম পর্ব লীগ পদ্ধতিতে ও সুপার এইট পর্ব নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com