রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
রায়পুরায় গৃহবধূকে যৌতুকের টাকার দাবিতে মারধর ও শ্বাসরুদ্ধে হত্যা। কালের খবর

রায়পুরায় গৃহবধূকে যৌতুকের টাকার দাবিতে মারধর ও শ্বাসরুদ্ধে হত্যা। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

নরসিংদীর রায়পুরায় সুস্মিতা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে যৌতুকের টাকার দাবিতে প্রতিনিয়তই মারধরের পর শ্বাসরুদ্ধে হত্যা। তারই স্বামী যুবায়ের মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর আল-সাবাহ্ হাসপাতালের পিছনে একটি বাসা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বামী যুবায়ের (২৬) বাঁশগাড়ি ইউনিয়নের আজিজুল হক ওরফে আফজাল মিস্ত্রি’র ছেলে ডিজিএফআই হেড কোয়াটারের চাকুরি করেন বলে জানা গেছে।

নিহত সুস্মিতা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। সুস্মিতার বাবা শ্রীরামপুর কামাড়বাড়ি মোড়ে একটি বাসা ভাড়ায় থাকতেন। সেখানে সুস্মিতা বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলো। নিহতের স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে একই উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আজিজুল হক ওরফে আফজাল মিস্ত্রি’র ছেলে মো. যুবায়ের মিয়া’র সাথে সায়দাবাদ গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে সুস্মিতা’র পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবী ছিল ছেলে পক্ষ। পরে মেয়ে পক্ষ তিন লক্ষ টাকা পরিশোধ করে। আরো যৌতুকের বাকী দুই লক্ষ টাকা দেওয়ার জন্য স্ত্রী সুস্মিতাকে স্বামী যুবায়ের প্রতিনিয়তই মারধর করে। দুই বছর বিবাহিত জীবনে তাদের আট মাসের একটি কন্যা শিশুও রয়েছে। এছাড়া স্বামী যুবায়ের পরকীয়া জড়িত থাকায় স্ত্রী সুস্মিতা সাথে প্রতিনিয়তই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাক তো।

এরই জেরে তার বাপের বাড়িতে খাওয়া দাওয়ার শেষে স্বামী যুবায়ের ও তার স্ত্রী সুস্মিতা রুমে যায়। কিছুক্ষণ পর স্বামী রুম থেকে বাহিরে গেলে সুস্মিতার রুমের দরজা বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে স্বামী এসে রুম খুলে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা সুস্মিতাকে দেখে স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত ঘোষণার পর স্বামী যুবায়েরকে নিয়ে ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে হাসপাতাল থেকে নিয়ে যেতে চায় আশরাফুল নামের এক যুবক। পরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় জনতা ও নিহতের স্বজনরা যুবায়েরকে থানায় প্রেরণ করে।

এবিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জব্বার জানান, পুলিশ লাশ উদ্ধার করে জেলায় মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের এজাহারের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com