মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
মাটিরাঙ্গা থেকে মো: জসিম উদ্দিন, কালের খবর :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন পরিষদে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানা ইনচার্জ জনাব তৌফিক ইসলাম, এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল ফজল ভূঁইয়া, এবং গোমতি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। এ সময় ভূঁইয়া আরো বলেন যারা আওয়ামী লীগকে বাজার ঘাটে উঠার সুযোগ করে দিয়ে ভবিষ্যতে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতেছেন নির্যাতিত নেতারা তা বাস্তবায়ন হতে দিবে না । বিগত সরকারের আমলে যাহারা আওয়ামী লীগের জামাই ছিলেন এখনো আপনারা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন ।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম (সাবেক মেম্বার) বলেন । ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করতে গেলে এসব বুর্জোয়া রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে । উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহরিয়ার হালিম মোল্লাও উপস্থিত ছিলেন ।