মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
মোহাম্মদ মাহফুজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর : ব্রাহ্মণবাড়ীয়ার, নবীনগর – শিবপুর – রাধিকা মহাসড়কে, যানবাহন চালকদের বেপরুয়া গতিতে চলাচল রোদে, যানবাহন চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার
এর দাবিতে মানববন্ধন করছেন , শিবপুর – রাধিকা – নবীনগরের সর্বস্তরের জনগণ ।
শুক্রবার বিকেলে শিবপুর কলেজ মোড়ে,
শিবপুর- রাধিকা নবীনগরের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই যানবাহন চালকদের বেপোরুয়া গতিতে চলাচল রোদে, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে জেব্রা ক্রসিং এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার এর দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন শামীম আহমেদ দুধু মেম্বার, শিবপুর দারুল উলূম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি
মোঃ কামাল উদ্দিন, শিবপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের
সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেকুল ইসলাম মোল্লা, কাজী তাজউদ্দিন, ফারুকুল ইসলাম বিল্লাল মাস্টার সহ আরো অনেকে।
বক্তৃতায় নেতৃবৃন্দণ বলেন,
এই রোডা চালু হওয়ার পর থেকে, প্রায়বেট কার, সিএনজি, মোটরসাইকেল, অটোরিক্সা, ট্রাক সহ বিভিন্ন যানবাহনের ড্রাইভারী না শিক্ষেই বেপোয়ারা গতিতে যানবাহন চলার কারনে প্রাণ যাচ্ছে প্রতিদিনই , তাই এই রোডে দিনের পড়ে দিন এক্সিডেন্টে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং
এই পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।