শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর জুলাইয়ের শহীদ পরিবারদেরকে তারেক রহমানের পক্ষ থেকে নবীউল্লা নবীর আর্থিক সহায়তা ও খাদ্য বিতরণ। কালের খবর
জাতীয়করণের দাবীতে মাটিরাঙায় মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন। কালের খবর

জাতীয়করণের দাবীতে মাটিরাঙায় মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর : 

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে সারাদেশের ন্যায় মানব বন্ধন করেছে খাগড়াছড়ির মাধ্যমিক স্তরের শিক্ষকরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ববেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লার সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে মাটিরাঙা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরীফুল ইসলাম বিদ্যুৎ, তবলছড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আবছার হোসেন ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলা উদ্দিন আল হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।

মাধ্যমিকস্তর জাতীয়করণের প্রতি পুর্নাঙ্গ সমর্থন জ্ঞাপন করে মাটিরাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরীফুল ইসলাম বিদ্যুত শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে মাধ্যমিক শিক্ষাকে বাঁচাতে সরকারের প্রতি দাবি জানান। মাঠ প্রশাসনের ১০ থেকে ২২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেসিপ কর্মকর্তাদের রাজস্ব খাতে স্থানান্তরে অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ বলেন, শিক্ষাব্যবস্থায় সকল বৈষম্য দূর করে জাতীয়করণ করা, পাহাড়ী ভাতা অন্তর্ভুক্তকরন ও ইএফটির মাধ্যমে বেতন পরিশোধসহ শীঘ্রই যুগোপযোগী একটি কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা তিনি।

মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, মাটিরাঙা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম ও আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com