সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
দাবি কৃত চাঁদা না পেয়ে ৩ কোটি টাকা মূল্যের ২৮ শতাংশ জমির উপর নির্মিত দোকান ও গরুর খামার দখলের চেষ্টা। কালের খবর

দাবি কৃত চাঁদা না পেয়ে ৩ কোটি টাকা মূল্যের ২৮ শতাংশ জমির উপর নির্মিত দোকান ও গরুর খামার দখলের চেষ্টা। কালের খবর

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ডে দাবি কৃত চাঁদা না পেয়ে ৩ কোটি টাকা মূল্যমানের ২৮ শতাংশ জমির উপর নির্মিত দোকান, গরুর খামার ও বাড়ি-ঘর দখলের চেষ্টা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের অতর্কিত হামলায় জমির কেয়ারটেকার সহ ৩ জন আহত হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ডে ডগাইর মৌজায় ২০বছর পূর্বে ২৮ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক নারায়নগঞ্জের শিল্পপতি হাজী মো. জয়নাল আবেদীন ভোগ দখলে আছেন। সম্প্রতি পার্শ্ববর্তী কুতুবপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের গডফাদার মো. মাহাবুবুর রহমান খান এ জমির মালিকানা দাবি করে এবং জমিতে নির্মিত দোকানের ভারা বাবৎ চাঁদা দাবি করেন।

চাঁদার টাকা না পেয়ে শনিবার জমিতে নির্মিত দোকান ঘরে এসে মো. মাহবুবুর রহমান খান, মো. ফরুক হোসেন, সাজ্জাদ, বাপ্পি, রানা ও সঞ্জয়ের নেতৃত্বে নাম নাজানা দেখলে চিনবে এমন আরো ১০০/১২০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে জমিতে থাকা দোকান, বাড়ি-ঘর ও গরুর খামার দখলের চেষ্টা চালায়।

এসময় সন্ত্রাসীদের হামলায় জমি মালিক হাজী মো জয়নাল আবেদীনের কেয়ারটেকার আখিঁনুর চৌধুরী, পাশের নার্সারির মালিক মো. সুমন ও উপস্থিত থাকা ছাত্র নেতা সালমান গুরুতর আহত হয়। আহত আখিঁনুর চৌধুরী মাথা, চোখ প্রচন্ড আগাতসহ সারাশরীরে লিলাফুলা আগাত পায়। আহত সুমনকেও একই রকম আগাত করা হয়। আহত ছাত্র নেতা সালমানকে মাথা, চোখ, নাক-কানে আগাত করে রক্তাক্ত জখম করেছে। সন্ত্রাসীরা এ সময় তাদের কাছে থাকা কয়েকটি দামী মোবাইলসহ ৫ হাজার ৬শত টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ইনচার্জ জানান, শুনেছি হাজী জয়নাল আবেদীন জমিটি দীর্ঘদিন ধরে ক্রয় করে ভোগ দখলে আছে। মারামারির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com