রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শেখনগরের একটি কমিউনিটি সেন্টারে রাত সাড়ে আটটা থেকে শুরু হয়ে সম্মেলন চলে রাত দশটা পর্যন্ত৷
পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবরের সভাপতিত্বে ও পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি পেয়ার আহমেদ পেয়ারুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি গিয়াস উদ্দিন পারভেজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল করিম, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আরিফ হোসেন জনি, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মামুন ও ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহমুদুর রহমান জুয়েল, জামায়াত নেতা এনামুল হক এনাম, আশ্রাফুর রহমানসহ অন্যান্যরা।
সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলনা মিজানুর রহমান বলেন, আমরা ২ দলের শাসন দেখেছি। কিন্তুু জামায়াতের শাসন দেখেনি। তবে আমরা ৩ টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করেছি। সেখানে কোন দুর্নীতি সেসময়ের তত্বাবধায়ক সরকার বাতি দিয়ে খুঁজে পায়নি। এতেই বুঝা জামায়াতের শাসন কেমন হতে পারে। এদেশের মানুষ এখন জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। সনাতন ধর্মাবলম্বীরা আমাদের কাছে কতোটা নিরাপদ সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। কোরআন-হাদিস ও রাসূলের আদর্শের শাসনই হতে পারে আমাদের মুক্তির একমাত্র পথ। এর কোন বিলম্ব নেই। তাই আসুন ঐক্যবদ্ধভাবে আমরা কোরআন ও হাদিসের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিই। এসয়ম ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণকারী শহীদদের জন্য দোয়া ও মুনাজাত করা হয়। এসময় জামায়াত নেতারা শোকরিয়া আদায় করার পাশাপাশি দেশের শান্তি কামনা করেন। একইসাথে ছাত্র জনতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জানা যায়, দীর্ঘ ১৫ বছর পর সীতাকুণ্ড উপজেলায় গ্রামে গঞ্জে সম্মেলন শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।সীতাকুণ্ডে এখন প্রতিদিনই চলছে সম্মেলন, কর্মী ও সাথী শিক্ষা শিবির।