বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১০:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারী বর্ষণে ডেমরায় ডুবছে সড়ক ও নিম্নাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠানেও জমছে পানি। কালের খবর সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ শাস্তি ৫ বছরের জেল! কালের খবর মাটিরাঙ্গায় সেনা অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ। কালের খবর মা‌টিরাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। কালের খবর মাটিরাঙায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা। কালের খবর ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে জুলাই যোদ্ধা খাগড়াছড়ির হামিদুল সরকারকে আর্থিক অনুদান। কালের খবর গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন। কালের খবর সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে মানববন্ধন। কালের খবর মাটিরাঙ্গায় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোমতি ইউনিয়ন একাদশ। কালের খবর “চট্টগ্রামে বাগেরহাটবাসীর সরব প্রতিবাদ : ৪ আসনের দাবিতে মানববন্ধন। কালের খবর “
সীতাকুণ্ডে ফারজানা আক্তার নামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কালের খবর

সীতাকুণ্ডে ফারজানা আক্তার নামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কালের খবর

 

মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর :  গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় খবর পেয়ে
উপজেলার ভাটিয়ারী ৫নং ওয়ার্ড মৌলভি পাড়া আব্দুল রহমানের ছেলে মোঃ ইউনুসের বাড়ি থেকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত গৃহবধূ ভাটিয়ারী ৫নং ওয়ার্ড মৌলভীপাড়া আবদুল রহমানের ছেলে মোঃ ইউনুস প্রকাশ রুবেল এর স্ত্রী ও উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আবদুল রশিদ সারেং বাড়ির আবু তাহেরের মেয়ে।

নিহত ফারজানা আক্তারের বাবা আব তাহের বলেন আমার মেয়ে আত্মহত্যা করে নাই আমার মেয়েকে তার শশুর বাড়ির লোকজনে মেরে ফেলেছে, বিয়ের পর থেকে ফারজানার স্বামী ও তার পরিবারের সবাই তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে বলে জানান তিনি।

নিহত ফারজানার ভাই কামরুল জানান,দীর্ঘদিন ধরে আমার বোনের স্বামীসহ পরিবারের লোকজন যৌতুকসহ বিভিন্ন কারণে আমার বোনকে নির্যাতন করে আসছে আজ সন্ধ্যায় আমার বোনের স্বামীর মোবাইল ফোন থেকে তার বন্ধু ফোন করে বলে আমার বোন আত্মহত্যা করছে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে এসে দেখতে পাই লাশ ঘরের তীরের সাথে ঝুলিয়ে আছে পা মাটির সাথে লাগানো রয়েছে আমার বোন আত্মহত্যা করে নাই আমার বোনকে মেরে ফেলেছে তারা।

এই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার এসআই আশরাফ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি ঘরের আরের সাথে হাটু বাঁকা করে
ঝুলে থাকতে দেখি।ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করেছি ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

নিহত ফারজানার স্বামী মোঃ ইউনুস জানান আমি চাকরিতে ছিলাম এসে শুনি আমার বউ আত্মহত্যা করছে তিনি আরও বলেন আমার বউ ফারজানা অনেক ভালো ছিলো আমার সঙ্গে কখনো ঝগড়া হতো ফারজানা আত্মহত্যা নাকি তাকে হত্যা করা হয়েছে সেটা ময়নাতদন্ত করা হলে জানা যাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com