শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ : তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের। কালের খবর ছোট চাকরি করেও কোটিপতি মানিকগঞ্জের শামীম। কালের খবর যশোরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৯৫ টি। কালের খবর খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত ৩, গুলিবিদ্ধ ৪। কালের খবর সাব-রেজিস্ট্রি অফিসে তিন আমলেই দাপটের সঙ্গে রাজত্ব করেছেন নুরে আলম ভূঁইয়া। কালের খবর অবৈধ ৩৪৯১টি ইটভাটা বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা। কালের খবর নবীনগর সরকারি কলেজে ডিজিটাল হাজিরা চালু। কালের খবর দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম। কালের খবর মন্দিরের হিসাব নিয়ে দ্বন্ধে মাদারীপুরে কৃষককে পিটিয়ে হত্যা : দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন। কালের খবর জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না : দুদু। কালের খবর
যৌন হয়রানির দায়ে সীতাকুন্ডে বরখাস্ত শিক্ষক হিমেল শর্মা। কালের খবর

যৌন হয়রানির দায়ে সীতাকুন্ডে বরখাস্ত শিক্ষক হিমেল শর্মা। কালের খবর

 

মোঃ আশরাফ উদ্দিন, সীতাকুণ্ড, কালের খবর :

চট্টগ্রামে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক হিমেল শর্মাকে ছাত্রীের যৌন হয়রানির দায়ে বরখাস্ত করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। তিনি জানান, বুধবার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে আমার বরাবর শিক্ষক হিমেল শর্মার বিরুদ্ধে যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগ এনে একটি দরখাস্ত দেন। শিক্ষক হিমেল শর্মা কে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যবৃন্দ হলেন সরকারি কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলার শিক্ষা অফিসার।

সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিগত ৩১ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ জনাব হিমেল শর্মা কে সাময়িক বরখাস্ত করা হয়।
রবিবার ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ তদন্তের জন্য শুনানির তারিখ ধার্য থাকায় বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থীবৃন্দ এবং অভিযুক্ত শিক্ষককে নোটিশ প্রদান করা হয়।

শুনানি কালে শিক্ষার্থীদের বক্তব্য গ্রহণের মাধ্যমে অভিযুক্ত হিমেল শর্মার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়া যায়।

অভিযুক্ত শিক্ষককে স্বশরীরে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য নোটিশ প্রদান করা হলেও তিনি উপস্থিত না হয়ে তার মায়ের মাধ্যমে পদত্যাগ পত্র প্রদান করেন।

যেহেতু হিমেল শর্মা, সহকারী শিক্ষক সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় এর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে এবং একই সাথে তিনি স্বেচ্ছায় পদত্যাগ দিয়েছেন সুতরাং তার পদত্যাগ পত্রটি গ্রহণপূর্বক তাকে সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) এর পদ হতে অদ্য ১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ অপরাহ্নে চাকরি থেকে বরখাস্ত পূর্বক অব্যাহতি প্রদান করা হয়।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ড প্রতিনিধি ইমরান খান বলেন, ২৬ জন ছাত্রী অভিযুক্ত শিক্ষক এর বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ পত্র দেন, এরপর আমরা অভিযুক্ত শিক্ষককে সম্মানের সাথে পদত্যাগ করতে বলি কিন্তু তিনি এই বিষয়টি গুরুত্ব দেননি। এরপর ছাত্রীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ জমা দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করলে তদন্ত কমিটির শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষক হিমেল শর্মাকে বরখাস্ত করা হয়। এখন আমরা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবো। যাতে তিনি আর কোথাও চাকরি করতে না পারেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com