রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) ভর্তি হন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত দু-তিনদিন যাবত বুকের ব্যথায় ভুগছিলেন শামীম ওসমান। ব্যথা তীব্র হওয়ায় মঙ্গলবার বেলা ১১ টায় তিনি হাসপাতালে ভর্তি হন।
বিশেষজ্ঞ চিকিৎসকের তদারকিতে দুপুর আড়াইটায় শামীম ওসমানের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ্য রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্র অয়ন ওসমানের একটি ভিডিওতে নিজের সুস্থতার কথা জানিয়েছেন শামীম ওসমান নিজেই। সেই ভিডিওতে হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে দেখা যায় শামীম ওসমানকে।
এদিকে শামীম ওসমানের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।