শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী: শাহজাদপুর কাছারি বাড়িতে চলছে ৩ দিনের জন্মোৎসব। কালের খবর সাতক্ষীরা জেলায় এবার ২৫০ কোটি টাকার আম বিক্রির আশা। কালের খবর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সম্পাদক জাহাঙ্গীর আলম। কালের খবর হজযাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর টেকনাফে পণ্য পাচার নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে অপহরণের চেষ্টা, থানায় জিডি। কালের খবর এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর
বাঙ্গরা আন্দিকোটে হামলায় দোকান ভাঙচুর বৃদ্ধা নারীসহ আহত-৪। কালের খবর

বাঙ্গরা আন্দিকোটে হামলায় দোকান ভাঙচুর বৃদ্ধা নারীসহ আহত-৪। কালের খবর

 

কুমিল্লা উত্তর প্রতিনিধি, কালের খবর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আন্দিকোট গ্রামে মমিন মিয়ার দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ওই হামলায় বৃদ্ধা নারীসহ চার জন আহত হয়েছে। এ বিষয়ে মোমেন মিয়ার ভাই ও মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে শিপন মিয়া বাদী হয়ে ৭ জনকে আসামী করে বাঙ্গরা বাজার থানায় অভিযোগ দায়ের করেছে। আসামীরা হলেন, আন্দিকোট গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মেহের মিয়া (৫৫), আবু তাহের (৫৭), ওয়াহেদ মিয়া (৪৮), আবুতাহেরের ছেলে রাশেদ মিয়া (২৭), রবিউল মিয়া (২৫), মৃত জাহের মিয়ার ছেলে রুহুল আমিন (৩৩), আলআমিন মিয়ার ছেলে মোঃ অনিকসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, মমিন ও তার ভাই শিপনের দির্ঘদিন ধরে উপরোক্ত বিবাদীদের সাথে বাড়ীর সিমানা নিয়ে বিবাদ চলে আসছে, যারফলে এ বিষয়ে তাদের আদালতে মামলা চলমান আছে। আদালতে মামলা থাকা সত্বেও বিবাদীগণ সামান্য বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গালমন্দসহ প্রানে মেরে ফেলার হুমকি দেয়। গত সোমবার বিকালে শিপন মিয়া সারের দোকান খুলে বসলে উপরোক্ত বিবাদীগন অতর্কীত হামলা করে দোকান ভাংচুর ও তাকে পিটিয়ে আহত করে । খবর পেয়ে তার বড় ভাই মোমেন মিয়া এগিয়ে আসলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। মোমেন ও শিপনের চিৎকার শোনে তাদের বৃদ্ধ মা আয়েশা বেগম (৬৫) ছুটে আসলে তাকেও তারা মারধর করে মাটিতে ফেলে দেয়। এ সময় অন্যান্য দোকানদার আতঙ্কে দোকান বন্ধ করে ছোটাছুটি শুরু করে। মেহের মিয়া গংদের ভয়ে প্রতিবাদ দুরের কথা কেউ মুখ খুলতেও রাজি হয়না। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে মঙ্গলবার দুপরে আবারো মোমেন ও তার মায়ের উপর হামলা করে উপরোক্ত আসামিরা।
ভোক্তভূগি সারের দোকানদার শিপন মিয়া বলেন, আমি ১১ই মার্চ সোমবার বিকালে আমার সারের দোকান খোলে বসার পর, মেহের মিয়ার নেতৃত্বে ১০/১২ জন লোক এসে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে নগদ ২৬৫০০০ (দুই লাখ পয়ষট্রি হাজার) টাকা নিয়ে যায় এবং দোকানের জিনিসপত্র ভাংচুর করে। শিপন আরো বলেন, এ সময় তাদের হাতে থাকা লোহার রড দিয়ে পিটিয়ে আমাকে গুরুতর আহত করে।
অভিযোগের বিবাদি তাহের মিয়া বলেন, ১১ই মার্চ আমাদের হাজিরা ছিলো আদালতে মোমেন ও শিপন লোক দিয়ে আমাকে হুমকি দিয়েছে, আমি বাড়িতে এসে আমার ছেলেদেরকে বিষয়টি জানালে, তারা ক্ষিপ্ত হয়ে মোমেন ও শিপনের সাথে মারামারি করেছে।
বাাঙ্গরা বাজার থানার ওসি সফিউল আলম বলেন, এ বিষযে একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com