মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুবদের নেতৃত্বে সঠিক কর্মপরিকল্পনা গ্রহনের ফলে , সমাজে সহিংসতা নিরসন ও শান্তি স্থাপন হতে পারে। কালের খবর কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। কালের খবর চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর
বাজার বাঁচাও, নবীনগর বাঁচাও শ্লাোগানে রাস্তা নির্মাণ প্রকপ্লের এলাইনমেন্ট পরিবর্তনের দাবীতে স্মারক লিপি প্রদান। কালের খবর

বাজার বাঁচাও, নবীনগর বাঁচাও শ্লাোগানে রাস্তা নির্মাণ প্রকপ্লের এলাইনমেন্ট পরিবর্তনের দাবীতে স্মারক লিপি প্রদান। কালের খবর

 

মো. কবির হোসাইন স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাজার বাচাঁও, নবীনগর বাচাঁও শ্লোগানে আশুগঞ্জ-নবীনগর হাইওয়ে সড়ক উন্নয়ন প্রকল্পের(জেড ১২০৬)২৯তম কিলোমিটার সড়কের এলাইনমেন্ট পরিবর্তনের দাবীতে মঙ্গলবার (১৩/০২) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর ব্যবসায়ি নেতৃবৃন্দরা স্মারক লিপি ও ব্যবসায়ীদের দাবীর সাথে সমর্থন করে দেয়া স্থানীয় এমপি ফয়জুর রহমান বাদল মহোদয়ের একটি ডিওলেটার প্রদান করেন।

স্মারকলিপি প্রদান শেষে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো: মনির হোসেন এর সভাপতিত্বে পথসভায় বক্তারা এ প্রকপ্ল বাস্তবায়ন হলে৫০০ দোকান অধিগ্রহণের আওতায় আসবে এতে ৫০০০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে।ফলে স্হানীয় জনগনের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। সড়কাংশটি তিতাস তিতাস নদীর পাশ্ববর্তী হওয়ায় নদীপথে আনিত কৃষিপণ্য/মালামাল উঠানামায় দীর্ঘ যানজটের সৃষ্টি হবে।এবং বহুসংক্ষক লোক বেকার হয়ে যাবে। এবং ঐতিহ্যবাহি ব্যবসার স্থল ধংস হয়ে যাবে।জনস্বার্থে ব্যবসায়িক স্হল বাজারটি রক্ষা করে এলাইনমেন্ট পরিবর্তন করে বিকল্প পথ সৃষ্টি করে প্রকল্পটি বাস্তবায়নের উধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।বক্তব্য রাখেন,জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম ফেরদৌস,কমিউনিস্ট নেতা মোঃ ইসহাক, সাংবাদিক মাহাবুব আলম লিটন,গৌরাঙ্গ দেব নাথ,জহির রায়হান, বাজার ব্যবসায়ী কমিটির সেক্রটারি আশরাফুল ইসলাম জনি প্রমুখ।
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন,স্মারকলিপি ও স্থানীয় এমপির ডিও লেটার পেয়েছি,সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সওজের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মহোদয় আগামীকাল বুধবার মিটিং ডেকেছেন,আলোচনার মাধ্যমে এলাইনমেন্ট পরিবর্তন বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
স্থানীয় এমপি ফয়জুর রহমান বাদল বলেন,আমাদের রাস্তাও প্রয়োজন এবং নবীনগরের ঐতিহ্যবাহি বাজার রক্ষাও প্রয়োজন।কাজেই সড়কটির এলাইনমেন্ট পরিবতন করে রাস্তা নির্মান করা যায় কি না বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com