শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
🌐 সাঈদ ইবনে হানিফ ] — যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় ইউনিয়নের ঘুনি গ্রাম থেকে এক রাতে কৃষক ও দরিদ্র পরিবারের ৮ টি গরু চুরি হয়েছে। জানা গেছে, গতকাল ১লা জানুয়ারি গভীর রাতে চোরচক্র ওই গ্রামের ওদুদ জোমাদ্দারের ৩ টি তার ভাইপো রনি জমাদ্দারের ৪ টি এবং পাশের বাড়ির আবদুল করিমের ১ টা গরু চুরি করে নিয়ে যায় । সকাল বেলা তারা ঘুম থেক উঠে গোয়ালঘরে গরু দেখতে না পেয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। এসময় তাদের গরু গুলো চুরি হয়েছে বুঝতে পেরে চারিদিকে খোঁজ খবর শুরু করে । স্থানীয় প্রতিবেশী ও ভুক্তভোগী পরিবারের মাধ্যমে জানা গেছে, চুরি হয়ে যাওয়া গরু গুলোর মধ্যে এড়ে ও দামি গাভী রয়েছে । শত অভাব অভিযোগের মধ্যে তাদের পরিবারের বাড়তি সম্পদ বলতে ওই গরু গুলোই ছিল ।