বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে মুরাদনগরে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু। কালের খবর
সখীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজেই হাত লাগালেন পৌর মেয়র। কালের খবর

সখীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজেই হাত লাগালেন পৌর মেয়র। কালের খবর

 

আহমেদ সাজু, সখীপুর, কালের খবর : 
কয়েকদিনের অতিবৃষ্টির ফলে সখীপুরের পৌরএলাকায় ভয়াবহ জলাবদ্ধতার কারণে চরম জনভোগান্তি সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ইঅক্টোবর)সকালে প্রত্যক্ষদর্শী আব্দুল লতিফ মাষ্টার বাজারে জরুরি প্রয়োজনে হাঁটু সমান পানি পার হয়ে এসে দেখেন বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ পৌর মেয়র নিজেই ড্রেনেজের কাজ তার পরিছন্ন কর্মীদের নিয়ে পানি অপসারণের চেষ্টা করছে।সারাদেশের ন্যায় অতিবৃষ্টির ফলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বসতঘরে পানি ঢুকে এবং রাস্তার ব্যাপক ক্ষতি হয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরএলাকার মহিলা কলেজ রোডে আনোয়ার হোসেনের একটি সারের দোকানে পানি ঢুকে প্রায় লক্ষাধিক টাকার সার গলে যায়।তাছাড়া ঢাকা রোডে সিমেন্টের দোকান এবং বিভিন্ন মনোহারি দোকান প্রতিবেদন লেখা পর্যন্ত পানি জমে থাকতে দেখা গেছে। রেনাজ হল রোডের ব্যবসায়ী ছানোয়ার হোসেন জানান,রাতে এতো বৃষ্টির চিন্তায় ঠিকমত ঘুমাতে পারিনি। তাই খুব ভোরে এসে দেখি দোকানের সামনে পানি ছুঁই ছুঁই। পৌরসভার পানি নিষ্কাশন নিয়ে মন খারাপ থাকলেও, খানিকটা পরে দেখি মেয়র কর্মীদের নিয়ে ড্রেনের ময়লা পরিস্কার করে পানি বের করার চেষ্টা করছে।
এবিষয়ে সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ পৌরবাসীদের সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তির কথা স্বীকার করেন।সারাদেশে অতিমাত্রায় বৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।প্রতিবেদকের সাথে কথা হলে তিনি জানান, ভোগান্তি দূর করতে আমি এবং আমার লোকজন সকাল থেকেই কাজ করছে।ইতিমধ্যে অধিকাংশ এলাকায় পানি নেমে পড়েছে।তিনি আরও জানান, পৌরসভার কয়েকটি ড্রেনেজের কাজ প্রায় শেষের দিকে। এসব উন্নয়ন দৃশ্যমান হলে পৌরবাসীর সমস্যা দূর হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com