শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাসিব আহমেদের নেতৃত্বে এক বিশাল র‍্যালি ও আনন্দ মিছিল। কালের খবর আশুলিয়ায় লাশ পোড়ানোর ‘মাস্টারমাইন্ড’ ওসি শহিদুল কক্সবাজারে আটক। কালের খবর ডেমরা-সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ। কালের খবর ঝিনাইদহের কোটচাঁদপুর আগুনে পুড়ে ভূষ্মিভুত। কালের খবর রাজনীতিতে রাষ্ট্রপতি জিয়ার সততা ও দেশপ্রেম এক অনন্য দৃষ্টান্ত। কালের খবর শ্রীবরদী উপজেলা শ্রমিক দল উদ্যোগে সাবেক এমপি ডাঃসেরাজুল হকের ৩০ তম মৃত্যু বার্ষিকী পালিত । কালের খবর রায়পুরায় গৃহবধূকে যৌতুকের টাকার দাবিতে মারধর ও শ্বাসরুদ্ধে হত্যা। কালের খবর মাটিরাঙায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম। কালের খবর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নতি হলেও সেবা মিলছে ৫০ শয্যার। কালের খবর জামি’আ রশিদিয়া মাদ্রাসার উদ্যোগে সুবর্ণ গ্রামে শিক্ষা সফরে শিক্ষার্থীরা। কালের খবর
নারায়ণগঞ্জের জনবান্ধব ডিসি মাহমুদুল হক। কালের খবর

নারায়ণগঞ্জের জনবান্ধব ডিসি মাহমুদুল হক। কালের খবর

নারায়ণগঞ্জের জনবান্ধব ডিসি মাহমুদুল হক

স্টাফ রিপোর্টার, কালের খবর :
নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে গত এক মাস পূর্বে যোগদান করেন মোহাম্মাদ মাহমুদুল হক। যোগদানের পর পরই নিজের সততা এবং কর্মদক্ষতার মাধম্যে সকলের মনে জায়গা করে নিয়েছেন।

তিনি ডিসি হিসেবে যোগদানের পর জেলা প্রশাসক কার্যালয়ে যারাই কোন না কোন কাজের জন্য এসেছেন সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। মাহমুদুল হক ঢাকা প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

ইতিমধ্যে নারায়ণগঞ্জবাসীও তার সততা এবং নিষ্ঠার সুফল ভোগ করতে শুরু করেছে। অন্যায় দুর্নীতির লাগাম টেনে ধরেছেন তিনি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আসা এক ব্যক্তির সাথে কথা বললে তিনি উৎফুল্ল ভাবেই বলেন, জেলা প্রশাসক কার্যলয়ের নতুন রুপ দেখলাম।

যেখানে কোন একটা কাজের জন্য আসলে হাজারো হয়রানি এবং ভোগান্তির শিকার হতে হতো। সেখানে এখন পরিস্থিতি একেবারেই ভিন্ন। সাবলীল ভাবেই কাজ শেষ করে ফিরে যাচ্ছি। নারায়ণগঞ্জবাসী এতদিন এমন পরিবেশেরই প্রত্যাশা করেছিলো।

স্বরজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে মোহাম্মাদ মাহমুদুল হক যোগদানের পর অনেকটাই স্বস্তিতে রয়েছে নারায়ণগঞ্জবাসী। ফেনী জেলার কৃতি সন্তান মাহমুদুল হক ২৭ তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীন হন। তারপরেই শুরু হয় ন্যায়ের পথে অবিরাম ছুটেচলা।

ফেনীর সন্তান হলেও তার সততা ও কর্মদক্ষতা শুধুমাত্র ফেনীতেই সীমাবদ্ধ না। তিনি তার ন্যায়ের আলো ছড়িয়েছেন তার প্রতিটি কর্মক্ষেত্রে। এবার সেই আলোয় আলোকিত হওয়ার পালা নারায়ণগঞ্জবাসীর। জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত আরো একজনের সাথে কথা বলাকালীন সময় তিনি বলেন, জেলা প্রশাসকের আসনে একজন যোগ্য ব্যক্তির আগমন ঘটেছে।

ইতিমধ্যে নারায়ণগঞ্জবাসী তা বুঝতে পেরেছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক স্যারের এমন কর্মতৎপরতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি। মোট কথা জেলা প্রশাসক কার্যালয়ে আসা সকলের বক্তব্যেই শতভাগ সন্তুষ্টি এবং আস্থা ফুটে উঠেছে। সকলেই ডিসি মাহমুদুল হকের সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com