সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। কালের খবর সাতক্ষীরায় চার পিচ স্বর্ণের বার সহ আটক এক। কালের খবর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর রোববার ৫ নির্দেশনায় খুলছে স্কুল-কলেজ, , বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক। কালের খবর সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মোশারফ হোসেন। কালের খবর

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মোশারফ হোসেন। কালের খবর

 

আহমেদ সাজু সখীপুর টাঙ্গাইল : 

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন।
গত এপ্রিল মাসের আইনশৃংখলা পরিস্থতির উন্নয়নে তাকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়। মামলা তদন্ত ওসার্বিক আইন শৃঙ্খলা পর্যালোচনায় প্রথম হন তিনি।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ উপহার তুলে দেন। মোশাররফ হোসেন জানান, এটা আমার একা কৃতিত্ব নয়, থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। পুলিশ সুপার ও গোপালপুর সার্কেলের নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে গোপালপুর বাসীর সেবায় নিয়োজিত থাকবো।

অনুষ্ঠানে জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ সহ অন্যান্য অফিসার গণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য তিনি ২০২২ সালে জুলাই মাসে জেলার প্রথম স্থান অধিকারী অফিসার ইনর্চাজ নির্বাচিত হন। এছাড়াও বিভিন্ন সংগঠন থেকে মানবিক পদক সহ একাধিক পদক অর্জন করেছেন এই কর্মর্কর্তা।
উল্লেখ্য ওসি মোশারফ কন্যা সন্তান জন্ম হলেই উপহার পৌঁছে দিয়ে প্রশংসিত হন ও আলোচনা র কেন্দ্রবিন্দুতে পরিণত দেশ ও বিদেশি বিভিন্ন মিডিয়াতে।
এবিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জ্বল ইতিহাস সমুন্নত রাখার জন্য নিরলস ভাবে কাজ করার চেষ্টা করি। তিনি আরও বলেন আমার সাফল্যে উপজেলার মানুষের সার্বিক সহযোগিতা ও দোয়া ছিল। আমি
এ সাফল্যে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও গোপালপুর উপজেলার কাছে ঋণী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com