শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
বোয়ালমারী (ফরিদপুর) থেকে এমএম জামান, কালের খবর : ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের আধারকোঠায় অবস্থিত ‘আনোয়ারা মডেল একাডেমি’তে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুইদিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইচ.টি.এম.এস-এর ব্যবস্থাপনা পরিচালক আফতাব আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন এইচ.টি.এম.এস-এর চেয়ারম্যান নাদিরা পারভীন শিল্পী। আনোয়ারা মডেল একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান মীরদাহ্ পিকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, জেলা পরিষদের সদস্য আহসান হাবিব হাসান, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবু আহাদ মিয়া প্রমুখ।
এর আগে শুক্রবার (৩ মার্চ) সকাল ৮টায় জর্জ একাডেমির খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন সুলতানার তত্ত্বাবধানে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।