শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
আহমেদ সাজু, সখিপুর (টাঙ্গাইল) কালের খবর :
টাঙ্গাইলের সখিপুরের দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি বড়ঘোনার উত্তরপাশে গজারি বাগানের সাথে আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার সময় স্বামী সোনা মিয়া (৬০) এর দায়ের কোপে স্ত্রী শাহিদা বেগম (৪৫) নিহত হয়েছে।
পারিবারিক কলহের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানায়। কৈয়ামধু এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে সোনা মিয়া তিনটি বিয়ে করেছে এবং দিনমজুরের কাজ করে সংসার চালায়।
শনিবার সকালে লাকড়ি কাটার জন্য স্বামী সোনা মিয়া ও স্ত্রী শাহিদা বনবিভাগের বনাঞ্চল থেকে লাকড়ি সংগ্রহের জন্য কৈয়ামধু নিজ বাড়ি থেকে দেওবাড়ি জঙ্গলে যায়। সকাল নয়টার সময় পারিবারিক কলহ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সোনা মিয়া তার হাতে থাকা দা দিয়ে স্ত্রী শাহিদাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় দায়ের কোপে শাহিদার মাথা ফেটে মগজ ও পেট ফেটে ভুড়ি বের হয়ে যায়।
এলাকাবাসী জানান, সোনামিয়া আরও দুটো বিয়ে করেছে। অভাবের সংসারে দুজন মিলে কাজকর্ম করে সংসারের ব্যয়ভার বহন করত।
এবিষয়ে সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন,ঘটনাস্থলে দ্রুত সময়ে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।