মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন
মুরাদনগর প্রতিনিধি, কালের খবর :
কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংবাদিক এন এ মুরাদের উপস্থাপনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক ফয়জুল ইসলাম ফয়সাল। সভায় উপস্থিত সাংবাদিকগণ বক্তব্য রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের নতুন কমিটি গঠন করেন। নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান (দৈনিক আমাদের সময় ও দৈনিক কুমিল্লার কাগজ), সহ-সভাপতি শরিফুল আলম চৌধুরী (দৈনিক আজকালের খবর), সহ-সভাপতি সৈয়দ রাজিব আহম্মেদ (দৈনিক সংবাদ), সহ-সভাপতি মমিনুল ইসলাম মোল্লা (সাপ্তাহিক আমোদ), সাধারণ সম্পাদক শাহেদুল আলম শাহেদ (দৈনিক সমাচার), যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ (দৈনিক কুমিল্লা কন্ঠ ও দৈনিক ভোরের সুর্যোদয়), সাংগঠনিক সম্পাদক এন এ মুরাদ (দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক আমাদের কুমিল্লা), দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম ফয়সাল (দৈনিক ঢাকা প্রতিদিন ও সিটিভি নিউজ), অর্থ সম্পাদক জাকির হোসেন (দৈনিক জনতা), প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক সাজ্জাদ হোসেন (দৈনিক স্বাধীন বাংলা), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আক্তার হোসেন ভুইয়া (দৈনিক ভোরের সময়, দৈনিক কালের খবর), প্রচার সম্পাদক আবুল বাশার (চ্যানেল এস)।
নির্বাহী সদস্যরা হলেন, নজরুল ইসলাম সরকার (দৈনিক সমাচার), মোহাম্মদ আবু ইউসুফ (দৈনিক সংগ্রাম), গৌরাঙ্গ দেবনাথ (দৈনিক কুমিল্লা মুক্তকন্ঠ), বশির আহাম্মদ ডালিম (দৈনিক খবরপত্র), আনোয়ার হোসেন মোল্লা (দৈনিক একুশের বানী), বিল্লাল হোসেন (দৈনিক মুক্তখবর), ইকবাল হোসেন (বাংলা ৫২ নিউজ), তানভীর আহাম্মদ ভুইয়া (দৈনিক সরেজমিন) ও রনি আহাম্মদ (দৈনিক বাংলাদেশ সমাচার)।