বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
সাঈদ ইবনে হানিফ, কালের খবর : যশোরের বসুন্দিয়ায় দৈনিক প্রতিদিনের কথা, পত্রিকার ৬ষ্ট বর্ষ ফুর্তি পালিত হয়েছে । বুধবার (২০ শে জুলাই) দুপুরে পত্রিকার বসুন্দিয়া প্রতিনিধি, অমল কৃষ্ণ পালিত – র উদ্ব্যোগে স্থানীয় প্রেসক্লাব বসুন্দিয়ার হলরুমে এক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়। প্রেসক্লাব বসুন্দিয়ার আয়োজনে- যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা, পত্রিকার ৬ষ্ট বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি, ও (দৈনিক নওয়াপাড়া) পত্রিকার বসুন্দিয়া প্রতিনিধি মোঃআবু তাহের, উপস্তিত ছিলেন, প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক, ও দৈনিক গ্রামের কাগজের (ভ্রাম্যমান) প্রতিনিধি ‘ মিজানুর রহমান, প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও (প্রতিদিনের কথা) পত্রিকার প্রতিনিধি, অমল কৃষ্ণ পালিত , দপ্তর সম্পাদক ও (দৈনিক যশোর) পত্রিকার বসুন্দিয়া প্রতিনিধি মিজানুর রহমান লিটন, (গ্রামের সংবাদ) ও (দৈনিক- কালের খবর) পত্রিকার প্রতিনিধি, সাঈদ ইবনে হানিফ , প্রেসক্লাবের সদস্য মোঃ হুমায়ুন কবির প্রমূখ।