বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর উদ্যোগে শিক্ষক ও সুপারভাইজারদের কে ১২ দিনের বুনিয়াদি প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ে এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার (২৫.৬) মহিলা কলেজ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচায্য। এ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বাংলাদেশ সরকারের উন্নত রাষ্ট্র বিনির্মাণে ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের সেই লক্ষ্যে পৌঁছাতে সমাজের সুবিধাবঞ্চিত ঝরে পড়া শিশুদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে বলে গুরুত্ব আরোপ করেন।সভাপতিত্ব করেন নিবেদন কমপ্লেক্স (নিক) এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন,দৈনিক ইত্তেফাকের সাংবাদিক নূর মোহাম্মদ নবী।