সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। কালের খবর সাতক্ষীরায় চার পিচ স্বর্ণের বার সহ আটক এক। কালের খবর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর রোববার ৫ নির্দেশনায় খুলছে স্কুল-কলেজ, , বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক। কালের খবর সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর
মুরাদনগরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। কালের খবর

মুরাদনগরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। কালের খবর

বিশেষ প্রতিনিধি, কালের খবর : কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহি নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠান হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের সাবেক দু’বারের সভাপতি এবং কুমিল্লা-০৩ মুরাদনগর আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক কাজী তুফরীজ এটন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসরীন পারভীন বানু ও অভিভাবক সদস্য আক্তার হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি, দাতা সদস্য আবদুল মঈন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ আক্তার হোসেন ভূইয়া, অভিভাবক সদস্য আবেদ আলী। শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক মাওলানা ইয়ার হোসেন, প্রানজিত কুমার মজুমদার, মর্জিনা আক্তার।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন, যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন বেলাল, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বিল্লাল হোসেন মুরাদনগর মহিলা আওয়ামী লীগ নেত্রী এডভোকেট আছমা বেগম রত্না, মমতাজ বেগম, ইউপি সদস্য আবু কাউছার ভূঁইয়া, কবির হোসেন ও বাসার বাদশা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নব নির্বাচিত অভিভাবক সদস্যগনকে ফুল দিয়ে বরন করা হয়। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইয়ার হোসেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com