বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। কালের খবর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি। কালের খবর দিনাজপুরে বাঁশ ফুলের চাল তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন সাঞ্জু রায়। কালের খবর প্রবীণ সাংবাদিক জিয়াউল হক জিয়া আর নেই। কালের খবর ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর
যশোরের বাঘারপাড়ায় করোনা আক্রান্ত হয়ে ইউপি- সচিবের মৃত্যু। কালের খবর

যশোরের বাঘারপাড়ায় করোনা আক্রান্ত হয়ে ইউপি- সচিবের মৃত্যু। কালের খবর

বাঘারপাড়া যশোর থেকে সাঈদ ইবনে হানিফ, কালের খবর :  যশোরের বাঘারপাড়ায় করোনা আক্রান্ত হয়ে ইউপি সচিব কামরুজ্জামান তুহিন(৪৫) মারা গেছেন। আজ বুধবার (১৬ জুন) সকাল দশটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । কামরুজ্জামান তুহিন স্থানীয় খাজুরা এলাকার চন্ডিপুর গ্রামের শেখ জয়নুদ্দিনের ছেলে ও বাঘারপাড়া উপজেলার জহরপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। তার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি ঝিনাইদহ চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম নিশ্চিত করেন। নিহতের ভাই শেখ সাহান জানান, ১৫ দিন আগে তার ভাই কামরুজ্জামান তুহিনের জ্বর আসে এসময় স্থানীয়ভাবে চিকিৎসা নেন তিনি, জর নিয়ন্ত্রণের না আসায় গত এক সপ্তাহ আগে যশোর জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষা করান। পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে ডাক্তারি পরামর্শ তুহিন বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত (১৪ জুন) প্রচুর জ্বর শ্বাসকষ্ট দেখা দিলে তার স্যলক রফিকুল ইসলাম থাকে ঝিনাইদহে চিকিৎসার জন্য নিয়ে যান । সেখানে সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাঘারপাড়ার জহুরপুর ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আমিন উদ্দিন বলেন, বিষয়টি ইউএনও স্যার আমাকে জানিয়েছেন, ঝিনাইদহ ইসলামিক ফাউণ্ডেশনের একটি টিম মরদেহ দাফন করতে আসেন। বিকাল ৩ টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ সাংবাদিকদের জানান, কামরুজ্জামান তুহিন ইউপি সচিব হওয়ায় দীর্ঘদিন একসাথে কাজ করেছি। তার মৃত্যু টা খুব বেদনা দায়ক। তিনি তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। (উইএন ও) আরো জানান, উপজেলার খাজুরা একটি জনবহুল বাজার। করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত এলাকায় ৫ জন মারা গেছে। আগামীকাল বৃহস্পতিবার উপজেলায় করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভার আয়োজন করা হয়েছে। এই সভা থেকে উপজেলার ঝুঁকি পূর্ণ এলাকায় কঠোর লক ডাউন ঘোষণা হতে পারে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com