রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। কালের খবর চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে
পাংশায় কেজি দরে তরমুজ বিক্রি, ক্রেতাদের অসন্তোস। কালের খবর

পাংশায় কেজি দরে তরমুজ বিক্রি, ক্রেতাদের অসন্তোস। কালের খবর

মোঃ সাকিব মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি, কালের খবর : রাজবাড়ীর পাংশা শহরে তরমুজ ব্যাবসায়ীরা পিস হিসেবে তরমুজ বিক্রি না করে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করাতে ক্রেতারা অসন্তোস প্রকাশ করছে।

আগে যেখানে ১ টি বড় তরমুজ ১৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যেত, বর্তমানে কেজি দরে সেই তরমুজ ৩৫০ থেকে ৪০০ টাকায় কিনতে হচ্ছে বলে আক্ষেপ করেন একজন সাধারন ক্রেতা।

অন্য একজন ক্রেতা বলেন, আমার মনে হয় এটি একটি সিন্ডিকেট। এক শ্রেনীর অসাধু ব্যাবসায়ীরা অধিক মূনাফার লোভে পিচ হিসেবে তরমুজ কিনে এনে কেজি হিসেবে বিক্রি করছে।

ক্রেতা সাধারনের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পাংশা বাজারে গিয়ে ভিভিন্ন তরমুজ বিক্রেতার সাথে কথা বলে জান যায়, তারা যেমনটি কিনে আনছেন তেমনটিই বিক্রি করছেন। কুষ্টিয়া সহ বিভিন্ন স্থানের পাইকারি ব্যাবসায়ীদের কাছে থেকে কেজি দরেই তরমুজ কিনতে হচ্ছে তাদের।

কত করে কেজি দরে কিনতে হচ্ছে জানতে চাইলে মিন্টু নামে এক তরমুজ বিক্রেতা বলেন, বর্তমানে খরচ সহ ৪৫ টাকা করে প্রতি কেজি তরমুজের দাম পরতেছে। তাহলে এবার বলুন আমরা কি করবো।

জাহাঙ্গীর নামে এক বিক্রেতা বলেন, তরমুজ পিস থেকে কেজিতে বিক্রি হওয়ার পেছনে আমাদের কোন হাত নেই। আমাদেরকেও কেজি দরেই কিনতে হচ্ছে, যেমন কেনা তেমন বেচা।

অন্য এক ব্যাবসায়ী বলেন, পিস এর বদলে কেজিতে বিক্রি হওয়ায় ক্রেতারা তেমন ক্ষতিগ্রস্থ্য হচ্ছে না, বরং লাভবানই হচ্ছে। যার যেমন বাজেট সে তেমন করেই কেজিতে কিনতে পারছেন।

এদিকে তরমুজের এ ঊর্ধগতি বাজারকে স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর নজরদারি সহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com