বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর টেকনাফে পণ্য পাচার নিয়ে প্রতিবেদনে সাংবাদিক অপহরণের চেষ্টা, থানায় জিডি। কালের খবর এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর
পাংশায় কেজি দরে তরমুজ বিক্রি, ক্রেতাদের অসন্তোস। কালের খবর

পাংশায় কেজি দরে তরমুজ বিক্রি, ক্রেতাদের অসন্তোস। কালের খবর

মোঃ সাকিব মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি, কালের খবর : রাজবাড়ীর পাংশা শহরে তরমুজ ব্যাবসায়ীরা পিস হিসেবে তরমুজ বিক্রি না করে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করাতে ক্রেতারা অসন্তোস প্রকাশ করছে।

আগে যেখানে ১ টি বড় তরমুজ ১৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যেত, বর্তমানে কেজি দরে সেই তরমুজ ৩৫০ থেকে ৪০০ টাকায় কিনতে হচ্ছে বলে আক্ষেপ করেন একজন সাধারন ক্রেতা।

অন্য একজন ক্রেতা বলেন, আমার মনে হয় এটি একটি সিন্ডিকেট। এক শ্রেনীর অসাধু ব্যাবসায়ীরা অধিক মূনাফার লোভে পিচ হিসেবে তরমুজ কিনে এনে কেজি হিসেবে বিক্রি করছে।

ক্রেতা সাধারনের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পাংশা বাজারে গিয়ে ভিভিন্ন তরমুজ বিক্রেতার সাথে কথা বলে জান যায়, তারা যেমনটি কিনে আনছেন তেমনটিই বিক্রি করছেন। কুষ্টিয়া সহ বিভিন্ন স্থানের পাইকারি ব্যাবসায়ীদের কাছে থেকে কেজি দরেই তরমুজ কিনতে হচ্ছে তাদের।

কত করে কেজি দরে কিনতে হচ্ছে জানতে চাইলে মিন্টু নামে এক তরমুজ বিক্রেতা বলেন, বর্তমানে খরচ সহ ৪৫ টাকা করে প্রতি কেজি তরমুজের দাম পরতেছে। তাহলে এবার বলুন আমরা কি করবো।

জাহাঙ্গীর নামে এক বিক্রেতা বলেন, তরমুজ পিস থেকে কেজিতে বিক্রি হওয়ার পেছনে আমাদের কোন হাত নেই। আমাদেরকেও কেজি দরেই কিনতে হচ্ছে, যেমন কেনা তেমন বেচা।

অন্য এক ব্যাবসায়ী বলেন, পিস এর বদলে কেজিতে বিক্রি হওয়ায় ক্রেতারা তেমন ক্ষতিগ্রস্থ্য হচ্ছে না, বরং লাভবানই হচ্ছে। যার যেমন বাজেট সে তেমন করেই কেজিতে কিনতে পারছেন।

এদিকে তরমুজের এ ঊর্ধগতি বাজারকে স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর নজরদারি সহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com