মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাঘারপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক লক্ষণ চন্দ্র মন্ডলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক। কালের খবর যুবদের নেতৃত্বে সঠিক কর্মপরিকল্পনা গ্রহনের ফলে , সমাজে সহিংসতা নিরসন ও শান্তি স্থাপন হতে পারে। কালের খবর কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। কালের খবর চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া
বাঘারপাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত। কালের খবর

বাঘারপাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত। কালের খবর

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি, কালের খবর  : সারাদেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় যথাযথ মর্যাদায় ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও পুলিশ প্রশাসন পৃথক পৃথক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
এ দিন সকালে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর র‌্যালী শেষে আলোচনা সভার আয়োজন করে। একইদিনে উপজেলা প্রশাসন চিত্রাংকন, বক্তৃতা ও কবিতা আবৃতি প্রতিযোগিতার আয়োজন করে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি রনজিৎ কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন উপজেলা পূজা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী, উপজেলা আ’লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।
স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা এমপি রণজিৎ রায়ের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের পর র‌্যালি বের করেন। এরপর দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী।
বিকেলে বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আগে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতি সংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে এমপি রণজিৎ কুমার রায় বেলুন উড়িয়ে আনন্দ উদযাপনের উদ্বোধন করেন। এরপর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কেক কাটা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, রায়পুর উপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com