রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
নবীনগর প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে চাচা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার(২০ জানুয়ারি)ভোরে নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,বড়িকান্দি(পশ্চিম পাড়া) গ্রামের বারেক মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৭০) ও সাইজ উদ্দীনের ছেলে জসু মিয়া (৬০)।তারা দু’জন সম্পর্কে চাচা ও ভাতিজা।
পুলিশ ও এলাকাবাসী জানায়,বড়িকান্দি গ্রামের পশ্চিম পাড়ায় মোস্তফা মিয়ার বাড়ির একটি ঘরে ভোর রাতে প্রচন্ড শব্দে বিদ্যুতের মিটার বিস্ফোরিত হয়। পরক্ষণেই মোস্তফা মিয়া ঘুম থেকে উঠে দৌঁড়ে ওই ঘরে গেলে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের একটি তাড়ের সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার ভাতিজা জসু মিয়া চাচাকে মাটি থেকে তুলতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দু’জনেই মারা যান।
খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই)মামুনুর রশিদ ঘটনাস্থলে ছুটে আসেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মরদেহ তাদের পরিবারের কাছে রয়েছে। এই ঘটনায় পরিবার থেকে কোন অভিযোগ নেই বলে জানিয়েছে।