রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি, কালের খবর :
স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ নরসিংদী সদর উপজেলা মাধবদী থানাধীন চরদিগলদী ইউপি চেয়ারম্যান মোঃ আবু মনসুর সরকারের বিরুদ্ধে।
এমন অভিযোগ করেছেন ওই ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য, বাজার কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক ও এলাকাবাসী। ইউনিয়নের পরিষদের অধীনে কাবিটা, কাবিখা, এলজিএসপি ও এডিপিসহ বিভিন্ন কাজের অনিয়মের সত্যতাও মিলেছে।
“কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই’। নরসিংদী সদর উপজেলা চরদিগলদী ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচি প্রকল্প কাবিটা, কাবিখা, এলজিএসপি ও এডিপিসহ বিভিন্ন কাজের ফিরিস্তি কাগজে কলমে থাকলেও বাস্তবে অধিকাংশ কাজের কোন অস্তিত্ব মেলেনি সরেজমিনে।
কয়েকজন ইউপি সদস্যের অভিযোগ- ২০১৬ সালে আবু মনসুর সরকার চরদিগলদী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এক্ষেত্রে তিনি সদস্যদের স্বাক্ষর জাল, নিজের মত করে ভুয়া সদস্য সাজিয়ে বিভিন্ন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। এলাকায় গড়ে তুলেছেন তার ছেলে শামীম এর নেতৃত্বে টেটা সন্ত্রাসী বাহিনী। ফলে তার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।
বিভিন্ন প্রকল্পের স্থান ঘুরে দেখা যায়, ২০১৭-১৮ অর্থ বছর ২০১৯-২০২০ বছর পর্যন্ত একই স্থানে একাধিক বার অর্থ বরাদ্দ দেয়া হলেও কিন্তু কোন কাজই হয়নি।
অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের পরিচালক (উপসচিব) নরসিংদী – ভূইয়া রেজাউর রহমান গত ১৬ জানুয়ারী ২০২১ ইং সরেজমিনে পরিদর্শন করে চরদিগলদী ইউনিয়নের চেয়ারম্যান আবু মনসুর সরকার এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টি স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে এলাকাবাসীকে আসস্থ করেন।
উল্লেখ – চরদিগলদী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ কালাই প্রধান – ইউপি চেয়ারম্যান আবু মনসুর সরকার এর বিরুদ্ধে বিভিন্ন সামাজিক ও ধর্মিয় প্রতিষ্ঠান বরাদ্দ কৃত সৌরবিদ্যুতের সোলার তার নিজ গরুর খামারে লাগানো, আগুন নিভানোর জন্য বরাদ্দ কৃত গ্যাস সিলিন্ডার, বিধভা, প্রতিবন্ধী সহ বিভিন্ন ভাতা কার্ড বিতরণের অভিযোগ করেন।
তবে চেয়ারম্যান আবু মনসুর সরকার কে জিজ্ঞেস করিলে এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।