বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতিতে শাহ্ সিমেন্ট তাদের ডিস্ট্রিবিউটর, ডিলার, রিটেইলারদের স্বাস্থ্য সুরক্ষায় বিনা মূল্যে মাস্ক ও জীবাণুমুক্তকারী হ্যান্ডরাব বিতরণের উদ্যোগ নিয়েছে।
করোনার সংক্রমণ থেকে রেহাই পাওয়ার অন্যতম প্রধান উপায় সচেতনতা। কোভিড-১৯ মোকাবিলায় সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।
করোনা পরিস্থিতিতে এবার শাহ্ সিমেন্ট তাদের ডিস্ট্রিবিউটর, ডিলার, রিটেইলারদের স্বাস্থ্য সুরক্ষায় বিনা মূল্যে মাস্ক ও জীবাণুমুক্তকারী হ্যান্ডরাব বিতরণের উদ্যোগ নিয়েছে। সারা দেশে সংশ্লিষ্ট জেলার শাহ্ সিমেন্টের কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিতরণকাজ সম্পন্ন করা হচ্ছে।
এর আগে শাহ্ সিমেন্টের উদ্যোগে সারা দেশে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নির্মাণশ্রমিক এবং অসহায় ৪০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।