সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
সাঈদুর রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি, কালের খবর : ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম কৃষ্ণ গোপাল ওরফে কেতো সাহা (৫০)। সে শৈলকুপা উপজেলার কবিরপুরের পদা সাহার ছেলে। তিনি একজন স্থানীয় সাধারন ব্যবসায়ী ছিলেন।
গত ৭ জুন জেলার শৈলকুপায় নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যান। এরপর তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন অফিসে পাঠানো রিপোর্টে মৃত ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে।