শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল থেকে সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের র্যাবের ৯ কমান্ডার এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানে গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গুরিয়া গ্রামের ভৈরগঞ্জ বাজারের ভূষিমাল ব্যবসায়ীর নপুড় কান্তির বাসা থেকে বিপুল পরিমানে ১০ টাকা কেজি দরের চাল,চালের বস্তা ও বস্তা পুড়ানো ছাই উদ্ধার করা হয়, এ সময় নপুর কান্তি রায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে কালাপুর ইউনিয়নের ভৈরব বাজারের শাহজালাল মার্কেটের পেছনের একটি ময়লার ভাগার থেকে ৪০ টি খালি বস্তা, আগুনে পুরানো বস্তার অংশবিশেষ উদ্ধার করা হয়। আমাদের প্রতিনিধি কে র্যাব ৯ কমান্ডার এ এস পি আনোয়ার হোসেন শামীম জানান যে আমাদের নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রীর উপহার এসব গরিবের চাল চুরি করে বিক্রি করায় আমরা অভিযান পরিচালনা করি।
আটককৃত নপুর কে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এদিকে ডিলার আনোয়ার হোসেন পলাতক রয়েছে উক্ত ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও আমাদের প্রতিনিধিকে জানান।
এর আগেও চলমান দেশের করোনা পরিস্থিতিতে এএসপি আনোয়ার হোসেন শামীম এর নেতৃত্বে, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ আনাচে-কানাচে প্রত্যেকটি জেলা-উপজেলায়। অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী নিজ হাতে চালের বস্তা নিজের মাথায় নিয়ে বিতরণ করছেন এসপি আনোয়ার হোসেন শামীম। যা এক ইতিহাস সৃষ্টি করেছেন ও এক অনন্য দৃষ্টি স্থাপন করে যাচ্ছেন। এছাড়াও তিনি আইন-শৃঙ্খলা রক্ষার্থে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
এদিকে কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মোজুলের মোবাইল ফোনে উক্ত চাল চুরির ঘটনা সম্বন্ধে উনার প্রতিক্রিয়া জানতে চাইলে উনি আমাদেরকে জানান জানান আটককৃত নপুর গিয়াস নগর ইউনিয়নের, এবং ডিলার আনোয়ার হোসেন কালাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। এক প্রশ্নের উত্তরে উনি আমাদেরকে বলেন যে আমি যদি আগে অবগত হতাম কিঞ্চিৎ পরিমাণ এ ব্যাপারে কোন সন্দেহ হতো তাহলে আমি নিজেই আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতাম। অপরাধী যেই হোক তার শাস্তি হোক এটাই আমার কাম্য। বলে জানান আমাদের প্রতিনিধিকে।