শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
কালের খবর (চাঁদপুর): নারায়ণপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও কার্যকারী পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ।
গত শুক্রবার বিকেল ৩টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাম্মেল প্রধান হাসিব এর পরিচালনায় সর্বসম্মতিক্রমে ২০১৮ সালের কার্যকারী কমিটিতে মোঃ সাইফুল ইসলাম রনি (পাঠক সংবাদ/বিডিপি নিউজ) কে সভাপতি ও মোঃ খোরশেদ আহমেদ(চাঁদপুর দিগন্ত) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফ বিল্লাহ(চাঁদপুর কন্ঠ), সহ-সভাপতি এম. রেজোয়ান বাদল(চাঁদপুর জমিন), মুজাম্মেল প্রধান হাসিব(ইলশেপাড়/আজকের মতলব), মোস্তফা কামাল(পাঠক সংবাদ), মো. শফিউল আলম প্রধান(আজকের মতলব) সাংগঠনিক সম্পাদক মোঃ সৈকত হোসেন রানা(বিডিপি নিউজ টোয়েন্টিফোর ডটকম ), সহ-সাংগঠনিক সম্পাদক মিঞা মোঃ মামুন(গ্রীন বাংলা নিউজ ডটকম) অর্থ-সম্পাদক মোঃ মোস্তফা কামাল (পাঠক সংবাদ), দপ্তর সম্পাদক সুজন সরকার (নিউএইজ), প্রচার সম্পাদক মোঃ হোসেন কানন(লেখক) ।
নির্বাহী সদস্য মুহাঃ জয়নাল আবেদিন(আজকের মতলব), মো. আবু সায়েম(চাঁদপুর বার্তা), মোহাম্মদ আলী মিঞা (পাঠক সংবাদ) সুখ রঞ্জন দাশ (আজকের মতলব), আমির আলী বিল্লাল(চাঁদপুর কন্ঠ)