মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
কালের খবর নিউজ
বাংলাদেশ সময় ৬ জানুয়ারি (শনিবার) ভোর ৬টার দিকে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. নূর আলম রকি (২৭) নামে ফেনীর দাগনভূঁইয়ার এক যুবক নিহত হয়েছেন। নূর আলম রকি ইয়াকুবপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে। ২০১৩ সালের শেষের দিকে নূর আলম রকি জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। জানাগেছে, শনিবার রাতে রকি দোকানে অবস্থান করছিলেন। রাতের যেকোনো সময় সন্ত্রাসীরা মালামাল লুট করে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সেখানে অবস্থানরত নিহতের দুই ভাই রাসেল ও জাহাঙ্গীর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।