বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
কুষ্টিয়া থেকে এ, জে সুজন, কালের খবর : কুষ্টিয়া ভেড়ামারায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৯শ’ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে অভিযানকালে স্যালো ইঞ্জিনচালিত ধানের বস্তা বোঝায় ট্রলিতে তল্লাসি চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রলির মালিক পাবনা জেলার চড়াইমারী গ্রামের সুমন হোসেন নামে একজনকে আটক করা হয়।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ওসি জানান, আটককৃত সুমনের স্বীকারোক্তি মতে, বিশেষ কায়দায় ধানের বস্তার মধ্যে রাখা ৪ টি প্লাস্টিক বস্তা ভর্তি এসব ফেন্সিডিল দৌলতপুর সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে তা পাবনা জেলায় নেয়া হচ্ছিল।