মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর মুরাদনগরে তীব্র গরমে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ। কালের খবর ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। কালের খবর সাতক্ষীরায় চার পিচ স্বর্ণের বার সহ আটক এক। কালের খবর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর
শিক্ষার্থীরা জেগে উঠলে দেশ জাগবে : ডা. এনাম। কালের খবর

শিক্ষার্থীরা জেগে উঠলে দেশ জাগবে : ডা. এনাম। কালের খবর

সাভার প্রতিনিধি, কালের খবর :

শিক্ষার্থীরা জেগে উঠলে দেশ জাগবে এবং দেশ তখন সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এ জন্য শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হয়ে উঠার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে সাভার খাদান এলাকায় অবস্থিত ইন্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত নবীণবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখানে যারা এসেছে সবাই অত্যন্ত মেধাবী।

ব্যবস্থাপনা এবং প্রযুক্তি এই দুইয়ের সমন্বয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সবাইকে নিজ নিজ বিষয়ে মনোযোগী হয়ে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ডা. এনামুর রহমান আরও বলেন, তোমাদের ওপরই বাংলাদেশের এগিয়ে যাওয়া নির্ভর করে। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারলে এবং মানবিক গুণাবলি অর্জন করতে পারলেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করতে পারবে।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য অনেক আন্তরিক। তিনি সবার কথা শুনেন এবং সমস্যা অনুযায়ী সমাধানের ব্যবস্থা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের চিকিৎসা সেবার নিশ্চিতের জন্য তিন সব শিক্ষার্থীদের তার মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সামর্থ অনুযায়ী স্বল্পমূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি জরুরি ভিত্তিতে অসুস্থ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদানের অঙ্গীকার করেন।

আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল।

এ ছাড়া নবীনবরণ অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাশার খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন আহমেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির চেয়ারম্যান আলী আজম, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. আজিজুল ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী ও এস কে সাইদুর রহমান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস মাহমুদ, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকসহ বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com