বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মা‌টিরাঙ্গায় আওয়ামীলী‌গ নেতা আব্দুল কাদের গ্রেফতার। কালের খবর ইসরাইয়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল মাটিরাঙ্গা। কালের খবর ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। কালের খবর ঢাকা- চিটাগাংরোড সড়কে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযান। কালের খবর গোমতি বি কে উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৭ ঈদ পূর্ণমিলন ও রজতজয়ন্তী‌ উদযাপন। কালের খবর ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে ৬১ মসজিদে অনুদান। কালের খবর খুলনার পাইকগাছার মধ্যম সোনাতন কটিতে ঈদের জামাত অনুষ্ঠিত। কালের খবর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কালের খবর পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব মোঃ ইয়াকুব আলী। কালের খবর ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান। কালের খবর
জুলাই গণঅভ্যুত্থানে আহত যুবককে পিটিয়ে জখম, মা বোনকে শ্লীলতাহানি। কালের খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যুবককে পিটিয়ে জখম, মা বোনকে শ্লীলতাহানি। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

চাকরির প্রাপ্য পাওনা টাকা চাওয়ায় জুলাই গণঅভ্যুত্থানে গুলি লেগে আহত মো. ইয়াসিন আরাফাত রনি (২০) নামে আহত এক যুবককে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীর।

মঙ্গলবার দিবাগত রাতে মুসলিমনগর নিউ টাউন সাইনবোর্ড স্পিডবোর্ড কারখানার পাশে সজিবের কাটুন ফ্যাক্টরির সামনে এমন ঘটনা ঘটে।

এ সময় অভিযুক্তরা ওই যুবকের মাথায় বাঁশ দিয়ে আঘাতসহ শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ভুক্তভোগীর মা বুধবার ভোরে অভিযুক্ত ৪ জনসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরক্ষণেই পুলিশ অভিযুক্ত মো. রুবেল ওরফে সোহেলকে (২৯) গ্রেফতার করে আদালতে পাঠায়।

বুধবার বিকালে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। অন্যান্য আসামিরা হলো-সজিব মিয়া (৩০), আছিউর (৪৮) ও মাশকুর রহমান (৪৮)।

প্রত্যক্ষদর্শী ও মামলার বাদি জোছনা বেগম জানান, ইয়াসিন আরাফাত রনি প্রায় ৮ মাস আগে সাইনবোর্ড স্পিড বোর্ড কারখানায় সজিব মিয়ার কার্টুন ফ্যাক্টরিতে চাকরি করত। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রায় ৩ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলো সে।

সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে গত ২৫ মার্চ রাতে কারখানার মালিকের কাছ থেকে প্রাপ্য বেতন নেওয়ার জন্য গেলে রুবেল (সোহেল), সজিব মিয়াসহ অভিযুক্তরা রনিকে মারধর শুরু করে। এক পর্যায়ে আসামি রুবেল ভুক্তভোগীর ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ভেঙে ফেলে।

এ ঘটনায় রনি জ্ঞান হারালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মা জোছনা বেগম ও বোন মারিয়া (২২) ঘটনাস্থলে আসে। এ সময় আসামিরা তাদের উপর আক্রমণ করে।

এ সময় জোছনা বেগমের ৩০ হাজার টাকা মূল্যের সোনার কানের দুল ছিনিয়ে নেয়। পরে তারা বোন মারিয়ার কাপড় টানাহেচড়া করে শ্লীলতাহানি করে। এ ঘটনায় আহত অবস্থায় ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এবং রুবেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com