বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
মোকছেদুল ইসলাম নওগাঁ প্রতিনিধি, কালের খবর : নওগাঁর পত্নীতলায় দীর্ঘ ১১ বছর পর পবিত্র মাহে রমজানকে স্বাগত এবং অন্যায়, জুলুম, অশ্লীলতা বন্ধের আহবান জানিয়ে র্যালি ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর জামায়াত ইসলামী।
এর আগে ২০১৪ সালে সর্বশেষ মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি করেছিল জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ গেট থেকে র্যালি বের হয়ে নজিপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের মূল দরজার সামনে জামায়াতের আমির পত্নীতলা উপজেলা আমীর মাও আব্দুল মুকিন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নওগাঁ -২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্চিনিয়ার মোঃ এনামুল হক,অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও হাবিবুর রহমান , আখতার ফারুক , আবু হেনা মোস্তফা কামাল,মারুফ হোসেন, মোফাচ্ছেল হক প্রমূখ।