শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন
ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান, কালের খবর : ময়মনসিংহের ফুলপুরে পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে ফুলপুর পৌরসভার সাহাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইসলাম উদ্দিন , উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য কুদরত আলী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমজাদ সরকার, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সিংহেশ্বর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মোতালেব হোসেন শহীদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক একেএম খালেদ মোশারফ (সোহাগ), উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা যুবদলের কোষাধ্যক্ষ মো. বিল্লাল হোসেন প্রমুখ।