রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি : মোঃ নিজাম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া, কালের খবর :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট’। জেলার ২০ টি ফুটবল দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করে খাগড়াছড়ি ফুটবল ডেভলপমেন্ট ফোরাম।
সোমবার (২১ অক্টোবর) বিকালের দিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে
টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশীদ, বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক তুহিন কুমার দে ছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজকি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনকালে ওয়াদুদ ভুইয়া বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবি তৈরি হবেনা। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখাই দায়। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব। বিএনপি ক্ষমতায় আসালে পাহাড়ে খেলাধুলাকে প্রাধান্য দেয়া হবে বলেও মমন্তব্য করেন ওয়াদুদ ভুইয়া।
বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খাগড়াছড়ির ‘সম্প্রীতি একাদশ’ এর মুখোমুখি হয় ‘মানিকছড়ি এফসি রেঞ্জার্স’।
সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী এ টুর্নামেন্টের পর্দা নামবে বলে জানিয়েছেন বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক তুহিন কুমার দে।