মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর লিগ্যাল এইডের বিনামূল্যে আইনি কর্মসূচিতে উপকৃত হচ্ছেন উপজেলার অসহায়, দরিদ্র ও নির্যাতিত মানুষ। কালের খবর

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর লিগ্যাল এইডের বিনামূল্যে আইনি কর্মসূচিতে উপকৃত হচ্ছেন উপজেলার অসহায়, দরিদ্র ও নির্যাতিত মানুষ। কালের খবর

 

কোটচাঁদপুর, (ঝিনাইদহ) প্রতিনিধি, কালের খবর : 

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা লিগাল এইড এর কার্যক্রমের সুফল ছড়িয়ে পড়েছে জেলাব্যাপী । বিশেষত্ব এই জেলার কোটচাঁদপুর উপজেলার একত্রিত প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম মালিতা লিগ্যাল এইডের আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার পর সরকারি খরচে অসহায় ও দরিদ্র মানুষের মামলা পরিচালনা করে জেলা লিগ্যাল এইডের অফিসের মাধ্যমে আপস মীমাংসায় উভয় পক্ষ ভুল বুঝতে পেরে পুনরায় সংসারে ফিরে এসেছেন, আবার অনেকে সংসার হবে না জেনে সাংসারিক যাবতীয় পণ্য ও দেনমোহর এবং সন্তানের খোরপোশ এককালীন গ্রহণ করে মামলা প্রত্যাহার করে নিয়েছেন। এদের মধ্যে অন্যতম কোটচাঁদপুর উপজেলার মোহনপুর গ্রামের আরিফা খাতুন, সাফদারপুরের রুমা আক্তার, তালসার গ্রামের মিনারা বেগম, কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ডের নাজমা সহ আরো অনেকে। এ বিষয়ে কথা হয় অ্যাডভোকেট আশরাফুল আলম মালিতার সাথে, তিনি জানান সাধারণত একটি মামলার ফলাফল বা নিষ্পত্তি হতে দুই থেকে তিন বছর সময় লেগে যায়। কিন্তু লিগ্যাল এইড এর মাধ্যমে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ জনাব বুলবুল আহমেদের সার্বিক ও আন্তরিক প্রচেষ্টায় দ্রততম সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। ফলে জেলা লিগ্যাল এইডের কার্যালয়ের মাধ্যমে সরকারি খরচে বিনামূল্যে সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সুবিধাভোগী সাফদারপুরের রুমা আক্তার এর সাথে কথা বললে তিনি জানান আমি খুবই গরীব ঘরের মেয়ে বাবা ভ্যান চালিয়ে সংসার চালান, আমার পক্ষে টাকা খরচ করে স্বামীর বিরুদ্ধে মামলা চালানো সম্ভব ছিল না। স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে আমি কোটচাঁদপুর মানবাধিকার সংস্থার পরামর্শে অ্যাডভোকেট আশরাফুল আলম মালিতার মাধ্যমে ঝিনাইদহ জেলার লিগাল এইড এর মাধ্যমে বিনা খরচে মামলা পরিচালনা করে অবাধ্য স্বামীকে বিচারের মুখোমুখি করে আপোষের পর আবারও সংসারে ফিরে এসেছি। এখন আমি ভালো আছি। উপজেলার মোহনপুর গ্রামের আরিফা খাতুন, তালসার গ্রামের মিনারা বেগম ও কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ডের নাজমার সাথে কথা বললে তারাও জানান অ্যাডভোকেট আশরাফুল আলম মালিতার সাথে যোগযোগ করে ঝিনাইদহ জেলার লিগ্যাল এইড এর মাধ্যমে বিনা খরচে মামলা পরিচালনা করে দ্রততম সময়ের মধ্যে সুষ্ট সমাধান পেয়েছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com