শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী: শাহজাদপুর কাছারি বাড়িতে চলছে ৩ দিনের জন্মোৎসব। কালের খবর সাতক্ষীরা জেলায় এবার ২৫০ কোটি টাকার আম বিক্রির আশা। কালের খবর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সম্পাদক জাহাঙ্গীর আলম। কালের খবর হজযাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর টেকনাফে পণ্য পাচার নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে অপহরণের চেষ্টা, থানায় জিডি। কালের খবর এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কে নিত্যদিনের যানজট/ভোগান্তি। কালের খবর

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কে নিত্যদিনের যানজট/ভোগান্তি। কালের খবর

 

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :

ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া ও এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ভুলতা গাউছিয়া পাইকারী কাপড়ের মার্কেটের সাপ্তাহিক হাট মঙ্গলবার প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।

মাঝেমধ্যে কাঞ্চন সেতুর উত্তরে উলুখোলা ও পূর্বে নলপাথর-পূবেরগাঁও পর্যন্ত ৮ থেকে ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ভুলতা উড়াল সেতু নির্মাণের পর এখানকার যানজট কমলেও ফুটপাত দখলকারীদের কারণে যানজট শতভাগ নিরসন করা যাচ্ছে না।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকা বাইপাস সড়কের প্রসস্থ করণের কাজ চলমান থাকায় ও সেতুর টোলপ্লাজায় ধীর গতিতে টোলের টাকা গ্রহণ করায় এ যানজট দীর্ঘ হচ্ছে। এছাড়া ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া ফুটপাত, বরপা অন্তিম গার্মেন্টস মোড়কে কেন্দ্র করে এ সড়কে যানজটের সৃষ্টি হয়। সড়কে উল্টোপথে যান চলাচল এখন নিয়মে পরিণত হয়েছে। তাতে যাত্রী সাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যানজটের ভোগান্তিতে পড়ছে ঘরমুখো মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন এ্যাম্বুলেন্সে থাকা রোগী ও বৃদ্ধাসহ শিশুরা।

মহাসড়কে কম গতির গাড়ি, রাস্তার উপর গাড়ি রেখে গাউছিয়া মার্কেট এলাকায় মালামাল উঠা নামা করা ও ফুটপাত দখলের কারণে যানজট মুক্ত করা যাচ্ছে না। ভুলতা এলাকার হারভেষ্ট গার্মেন্টসের পাশে নিটল মটরস্ টাটা কম্পানির শোরুমের নতুন গাড়ি ঢাকা- সিলেট মহাসড়কের উপর রাখার কারণে যানজট সৃষ্টি হয়। মহাসড়কে রিক্সা, ভ্যান, অটোরিক্সাসহ নিষিদ্ধ যান চলাচলের কারণেও যানজট সৃষ্টি হচ্ছে।
মহাসড়কের পরিবহনে যত্রতত্র গাড়িতে যাত্রী, মালামাল ওঠানামা ও রূপসী-কাঞ্চন সড়কের মালবাহী ট্রাক এলোমেলোভাবে মহাসড়কে আসা-যাওয়া করায় যানজট দীর্ঘ হচ্ছে। মহাসড়কের আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকায় তিনশ’ ফুট রাস্তা দিয়ে ড্রাম ট্রাক বারবার রাস্তার লেন পরিবর্তন করার কারণেও এ যানজটের কারণ। এখানে যানজট নিরসনে ট্রাফিক বৃদ্ধি করা প্রয়োজন বলে দাবী করেছেন যাত্রীরা।
নরসিংদীগামী বাসযাত্রী কিশোরগঞ্জের মিঠামইন এলাকার বাসিন্দা সামসুল আলম বলেন, ভুলতার ফুটপাত উচ্ছেদ, গাড়ী থামিয়ে চাঁদাবাজি বন্ধ হলে ও গাড়ী চালকরা নিয়মনীতি মানলে এবং বরপা বাসস্ট্যান্ডের মোড়ের অন্তিম গার্মেন্টস মহাসড়ক ছেড়ে নতুন করে ভবন নির্মাণ করলে যানজট নিরসনে সহায়ক হবে।
ঢাকামুখী বাসযাত্রী নরসিংদীর মনোহরদী এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সাতগ্রাম থেকে বরপা ১৫/১৬ কিলোমিটার সড়ক আসতে তার দুই ঘণ্টা সময় লেগেছে। মহাসড়কে যনজট না থাকলে মাঝেমধ্যে তিনি এ রাস্তাটুকু ১৫ মিনিটেই আসতে পারেন।

গোলাকান্দাইল এলাকার বাসিন্দ ইকরামুল করিম বলেন, ভুলতা গাউছিয়ার রেদওয়ান টাওয়ারের সামনে লেগুনার স্ট্যান্ড ও রাবেত আল হাসান শপিং সেন্টারের সামনে গেøারি ও গাউছিয়া এক্সপ্রেসের স্ট্যান্ড উচ্ছেদ করলে যানজট নিরসনে সহায়ক হবে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা বাইপাস সড়কের প্রসস্থ করার কাজ চলমান থাকায়, ভুলতার গাউছিয়া মার্কেটের সাপ্তাহিক হাট মঙ্গলবার ও গোলাকান্দাইলের সাপ্তাহিক হাট বৃহস্পতিবার মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে। ঢাকা বাইপাস সড়কের যানজটের চাপ এসে ঢাকা- সিলেট মহাসড়কের উপর পড়ছে। তাতে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ সবসময় কাজ করছে।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আলী আশরাফ মোল্লা বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিয়মিত কাজ করছে। তবে গাড়িচালকরা যেখানে সেখানে গাড়ী থামানো কিংবা ঘুরানোর কারণসহ নিয়ম না মানার কারণেই যানজট সৃষ্টি হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ রেজাউল হক বলেন, রমজান মাসের প্রথম দিন থেকেই মহাসড়কের যানজট নিরসনে আমরা কাজ করছি। মহাসড়কের পয়েন্টে পয়েন্টে যানজট নিরসনে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসনে আমরা কাজ করছি। ইতিমধ্যেই মহাসড়কের ভুলতা গাউছিয়ার ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। মহাসড়ক দখল করে কাউকেই কিছু করতে দেওয়া হবে না নিশ্চয়ই মহাসড়ক যানজট মুক্ত থাকবে।

নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, মহাসড়ক দখলকারীরা যত প্রভাবশালীই হোক ছাড় দেওয়া হবে না। সকল অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com