বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
আব্দুল হামিদ কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি, কালের খবর : কমলগঞ্জের আদমপুর বাজারে ঐতিহ্যবাহী মৌলানা আব্দুস সোবহান ইসলামী গণপাঠাগারে সৃজনে মননে কমলগঞ্জ আয়োজিত সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ৯ ডিসেম্বর শনিবার সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সৃজনে মননে কমলগঞ্জের সদস্য সচিব মোঃ মুহিন মিয়ার পরিচালনায় ও সৃজনে মননে কমলগঞ্জের প্রধান পৃষ্ঠপোষক, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কাইয়ুম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে ‘বাস্তব জীবনে সীরাত চর্চার গুরুত্ব’ বিষয়ে বক্তব্য পেশ করেন আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশের সহসভাপতি মাওলানা নূরুল মুত্তাক্বিন জুনাইদ মাধবপুরী ।
বিশেষ মেহমান হিসেবে ‘আদর্শ হিসেবে হযরত মুহাম্মাদ সা ‘ বিষয়ে বক্তব্য পেশ করেন কমলগঞ্জ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সোলায়মান আহমাদ খুলনা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা)এর পরিচয় ‘ বিষয়ে বক্তব্য পেশ করেন এম.এ ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও আদমপুর বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল কালাম, ‘বিশ্ব সভ্যতায় হযরত মুহাম্মাদ(সা)এর অবদান’ বিষয়ে বক্তব্য পেশ করেন সৃজনে মননে কমলগঞ্জ এর সমন্বয়ক কবি আহমাদ বোরহান উদ্দিন। এছাড়াও বিশেষ মেহমান হিসেবে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বাসির, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কমলগঞ্জের চেয়ারম্যান শিবলুজ্জামান, আদমপুর বাজারের ব্যবসায়ী মাওলানা শামীম আহমদ, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল মুস্তাকিম তরফদার নাহিদ, ছাত্রকল্যাণ পরিষদ কমলগঞ্জের সেক্রেটারি জিয়াউর রহমান, সৃজনে মননে কমলগঞ্জ এর সদস্য সচিব মোঃ মুহিন মিয়া, সাংবাদিক,লেখক কবি সাহিত্যিক ।সৃজনে মননে কমলগঞ্জ এর দায়িত্বশীল, প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিগণ।
উল্লেখ্য ‘আনবোই আলোর প্রভাত, পড়বো মোরা সীরাত’ স্লোগানকে ধারণ করে মাহে রবিউল আউয়াল ১৪৪৫ উপলক্ষে সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করে সৃজনে মননে কমলগঞ্জ (একটি সৃজনশীল প্রয়াস)। কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমলগঞ্জের স্থায়ী বাসিন্দা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত ছাত্র -ছাত্রীদের নিয়ে দুই মাস ব্যাপী এক সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করে কমলগঞ্জের এই বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল প্রতিষ্ঠান ‘সৃজনে মননে কমলগঞ্জ। এই প্রতিযোগিতায় ৬ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি ছোটদের বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা.
, একাদশ থেকে স্নাতক ‘বিশ্ব সভ্যতায় হযরত মুহাম্মাদ সা. এর অবদান’ এই দুইটি বিভাগে স্কুল কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা ব্যপক অংশ গ্রহণ করে।
দুইটি বিভাগে পাঁচ জন করে দশ জন ও উভয় বিভাগের সমন্বয়ে গুচ্ছে আরও পাঁচজন সর্বমোট পনেরো জন উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।