মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর মুরাদনগরে তীব্র গরমে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ। কালের খবর ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। কালের খবর সাতক্ষীরায় চার পিচ স্বর্ণের বার সহ আটক এক। কালের খবর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর
যশোর ৪ আসনে (এনামুল হক বাবুল) নৌকার মনোনয়ন পাওয়ায় বাঘারপাড়াসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল। কালের খবর

যশোর ৪ আসনে (এনামুল হক বাবুল) নৌকার মনোনয়ন পাওয়ায় বাঘারপাড়াসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল। কালের খবর

 

সাঈদ ইবনে হানিফ, কালের খবর :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর ৪ আসনের (বাঘারপাড়া – অভয়নগর ও বসুন্দিয়া ) এলাকা থেকে আওয়ামীলীগের দলীয় প্রতীক (নৌকার) মনোনয়ন পেয়েছেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, আলহাজ্ব এনামুল হক বাবুল (ফারাজী) । ২৬ নভেম্বর রোববার বিকালে দলের কেন্দ্র
থেকে এ ঘোষণা পাওয়ার সাথে সাথে অভয়নগরবাসী আনন্দে মেতে উঠে। সেই সাথে বিভিন্ন এলাকায় বের হয় আনন্দ মিছিল। বিভিন্ন সূত্র জানায়, মনোনয়ন পাওয়ার খবরে নওয়াপাড়ায় উপজেলা দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা একজন আরেকজনকে মিষ্টি মুখ করেছে। এছাড়া

খন্ড খন্ড মিছিলে মুখরিত হয়ে উঠে নওয়াপাড়া শিল্প নগরী। দলীয় সূত্র দাবি করেছেন, এনামুল হক বাবুল একজন দুর্নীতি মুক্ত সৎ মানুষ, একসময় তার পিতা অভয়নগর ও বাঘারপাড়ায় আওয়ামীলীগের সংগঠন প্রতিষ্ঠিত করার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন।

সেই সূত্র ধরে এলাকার দলীয় নেতা কর্মীদের কাছে তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সমর্থকদের দাবি,

‘এনামুল হক বাবুল অভয়নগর উপজেলার বাসিন্দা হলেও বাঘারপাড়া ও বসুন্দিয়া অঞ্চলে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ঘুনী বাজার এলাকার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, আবদুল কাদের, চায়ের দোকানদার আনোয়ার হোসেন, আ- লীগ কর্মী সাহিকুল ইসলাম, বাবলুর রহমান, রোকনুজ্জামান সহ বেশ কয়েকজন বলেন, এলাকার আওয়ামী ঘরানার বেশির ভাগ কর্মী সমর্থক তাদের প্রত্যাশার প্রাপ্তি পেয়েছে । জানা গেছে, মনোনয়নের খবরে তাৎক্ষণিক ভাবে

বাঘারপাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বাঘারপাড়া চৌরাস্তা মোড়ের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে মিছিলটি শেষ হয়। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com