রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
যশোর ৪ আসনে (এনামুল হক বাবুল) নৌকার মনোনয়ন পাওয়ায় বাঘারপাড়াসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল। কালের খবর

যশোর ৪ আসনে (এনামুল হক বাবুল) নৌকার মনোনয়ন পাওয়ায় বাঘারপাড়াসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল। কালের খবর

 

সাঈদ ইবনে হানিফ, কালের খবর :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর ৪ আসনের (বাঘারপাড়া – অভয়নগর ও বসুন্দিয়া ) এলাকা থেকে আওয়ামীলীগের দলীয় প্রতীক (নৌকার) মনোনয়ন পেয়েছেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, আলহাজ্ব এনামুল হক বাবুল (ফারাজী) । ২৬ নভেম্বর রোববার বিকালে দলের কেন্দ্র
থেকে এ ঘোষণা পাওয়ার সাথে সাথে অভয়নগরবাসী আনন্দে মেতে উঠে। সেই সাথে বিভিন্ন এলাকায় বের হয় আনন্দ মিছিল। বিভিন্ন সূত্র জানায়, মনোনয়ন পাওয়ার খবরে নওয়াপাড়ায় উপজেলা দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা একজন আরেকজনকে মিষ্টি মুখ করেছে। এছাড়া

খন্ড খন্ড মিছিলে মুখরিত হয়ে উঠে নওয়াপাড়া শিল্প নগরী। দলীয় সূত্র দাবি করেছেন, এনামুল হক বাবুল একজন দুর্নীতি মুক্ত সৎ মানুষ, একসময় তার পিতা অভয়নগর ও বাঘারপাড়ায় আওয়ামীলীগের সংগঠন প্রতিষ্ঠিত করার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন।

সেই সূত্র ধরে এলাকার দলীয় নেতা কর্মীদের কাছে তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সমর্থকদের দাবি,

‘এনামুল হক বাবুল অভয়নগর উপজেলার বাসিন্দা হলেও বাঘারপাড়া ও বসুন্দিয়া অঞ্চলে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ঘুনী বাজার এলাকার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, আবদুল কাদের, চায়ের দোকানদার আনোয়ার হোসেন, আ- লীগ কর্মী সাহিকুল ইসলাম, বাবলুর রহমান, রোকনুজ্জামান সহ বেশ কয়েকজন বলেন, এলাকার আওয়ামী ঘরানার বেশির ভাগ কর্মী সমর্থক তাদের প্রত্যাশার প্রাপ্তি পেয়েছে । জানা গেছে, মনোনয়নের খবরে তাৎক্ষণিক ভাবে

বাঘারপাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বাঘারপাড়া চৌরাস্তা মোড়ের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে মিছিলটি শেষ হয়। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com