শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর সাতক্ষীরার কালিগঞ্জে এন্টিবায়োটিক ব্যবহার করে পশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। কালের খবর সমাজে “শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে — সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর
আশ্রয় কেন্দ্রে ছেড়ে জেলে পরিবারসহ সকলেই ফিরছে নিজ গৃহে : অসহায়দের পাশে কাউন্সিলর সুমন। কালের খবর

আশ্রয় কেন্দ্রে ছেড়ে জেলে পরিবারসহ সকলেই ফিরছে নিজ গৃহে : অসহায়দের পাশে কাউন্সিলর সুমন। কালের খবর

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম, কালের খবর : 

“ঘূর্ণিঝড় মোখা”এর কারণে গত দুই দিন( শনি ও রোববার) দক্ষিন হালিশহর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে চট্রগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও স্থানীয় দূর্যোগ ব্যবস্থাপনা উপ-কমিটি এবং ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর,সিডিএ

বোর্ড সদস্য ও আঃ লীগ সাধারণ সম্পাদক হাজী জিয়া উল সুমনের সার্বিক তত্ত্বাবধানে আকমল আলী রোডের জেলে পরিবার , খেজুর তলা এলাকা ,হালিশহর আনন্দ বাজার বেড়ীবাঁধ জেলেপাড়ার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সর্বাত্মক সহায়তা দিয়ে অসহায় পরিবারের পাশে “ঘূর্ণিঝড় মোখা’র পরিবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত মাঠে ছিলেন।

“ঘূর্ণিঝড় মোখা” মোকাবেলায় সরকারের দিক-নির্দেশনায় হালিশহর-পতেঙ্গা ও দক্ষিন হালিশহর ৩৯ নং ওয়ার্ড এলাকার নিচু এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে থেকে শুকনো খাবার,পানি চিড়া-মুড়ি, দুপুরে রান্না করা খাবার, ম্যাচ-দিয়াশলায়, মোমবাতি এবং ওষধপত্র বিতরণ , প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
“ঘূর্ণিঝড় মোখা”এর প্রভাব চলাকালে কাউন্সিলর হাজী জিয়া উল সুমনের সাথে আরো উপস্থিত ছিলেন আঃলীগ নেতা সেলিম আফজাল, লোকমান হাকিম, মোঃ ইউসুফ,হাজী মোঃআক্কাস সওঃ,মোঃ হারুন উর রশিদ , যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, বি ইউনিট আঃ লীগ সাঃ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নুরুল আমিন সোহেল, ছাত্রলীগ নেতা জোবায়ের খলিল দীপু,জাফর বাবু, আঃ লীগ নেতা মোঃ রেজাউল করিম রেজা, দেলোয়ার হোসেন মুন্না,মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নূর সহ দূর্যোগ উপ-কমিটির সদস্য চন্দ্রশীষ ভট্টাচায্য আশিষ, মোঃ জসিম উদ্দিন, মোঃ সায়েম ,শফিউল আলম, মোঃ শাকিল আশ্রয়কেন্দ্র গুলোতে সেবা প্রদানে সর্বাদা নিয়োজিত ছিলেন।

তাছাড়া এসব এলাকায় নগর আঃলীগ সদস্য রোটারিয়ান মোঃ ইলিয়াছের নেতৃত্বে একটি সেবকটিম অসহায় জনগণকে নিরাপদ স্থান সরিয়ে আনতে মাঠে দেখা গেছে প্রচার কায্যক্রম চালান। হালিশহর পতেঙ্গার আশ্রয় কেন্দ্রর গুলোতে চসিকের উদ্যোগে সকাল, দুপুর ও রাতের খাবার বিতরন সহ প্রয়োজনীয় সেবা দিয়েছেন বলে জানিয়েছেন কাউন্সিলর জিয়াউল হক সুমনের প্রতিনিধি, আশ্রয় কেন্দ্রর সমন্বয়কারী নূরুল আমিন সোহেল।
তিনি আরো জানান, এই এলাকায় সরকারী ঘোষনা জারি হবার পর থেকে”ঘূর্ণিঝড় মোখা” মোকাবেলায় দূর্যোগ উপ-কমিটির সমন্বয়ে এবং স্থানীয় ফায়ার সার্ভিস টিম নিয়ে সার্বক্ষনিক মাইক প্রচার ও আন্তব্যক্তি যোগাযোগ বৃদ্ধি করে উপকূলীয় অঞ্চলের জনগণের জানমাল রক্ষায় নিবেদিত হয়ে কাজ করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com